শুভ জন্মদিন বলিউড বাদশাহ

শাহরুখের জন্মদিনে ফিরে দেখা গৌরী-প্রেম

বিনোদন ডেস্ক
  ০২ নভেম্বর ২০২৪, ১৪:২৩

আজ, শনিবার, ২ নভেম্বর, বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন। ৫৯ বছর আগে আজকের দিনে জন্ম নিয়েছিলেন এই কিংবদন্তি অভিনেতা। বিশেষ দিনে খানিকটা ফিরে তাকানো যাক, যখন শাহরুখের প্রযোজকরা প্রেমিকা গৌরীকে বিয়ে না করতে বলেছিলেন, কারণ এটি তার উঠতি খ্যাতি ও জনপ্রিয়তায় প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করেছিলেন তারা।
কয়েক বছর আগে একটি সাক্ষাৎকারে প্রীতি জিনতার মুখোমুখি হয়েছিলেন শাহরুখ খান। যেখানে শাহরুখ তার প্রেম এবং গৌরীর সঙ্গে বিয়ের গল্প শেয়ার করেছিলেন। তখন তিনি প্রকাশ করেছিলেন যে তিনি বহুবার গৌরীকে প্রস্তাব দিয়েছিলেন এবং অবশেষে তাকে বিয়ে করতে রাজি করান।
শাহরুখ বলেছিলেন, “আমার প্রযোজকরা বলেছিলেন বিয়ে না করতে। তাদের মতে, ‘সিঙ্গেল হিরোর ফ্যান ফলোয়িং বেশি থাকে’। কিন্তু আমি বললাম, ‘অনেক কষ্টে রাজি করিয়েছি, বিয়ে করতেই হবে’।” 
এরপরই, ২৫ অক্টোবর, ১৯৯১ সালে এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হন।


ভারত টুডের সাথে এক পুরনো সাক্ষাৎকারে প্রযোজক বিবেক বাসওয়ানি জানিয়েছিলেন, শাহরুখ তার স্ত্রী ছাড়া থাকতে পারবেন না। তার ভাষায়, ‘শাহরুখ অক্সিজেন ছাড়া থাকতে পারবেন, কিন্তু গৌরীকে ছাড়া নয়।’ তিনি আরও বলেন, ‘তারা কখনও ঝগড়া করেন না। যখন গৌরী চেঁচান, শাহরুখ চুপচাপ শোনেন। তিনি গৌরীর প্রতি সম্পূর্ণভাবে আসক্ত।’
এদিকে গত বছর বিশ্ব ভালোবাসা দিবসে এক ভক্ত শাহরুখের কাছে জানতে চান, সম্পর্কের প্রথম ভ্যালেন্টাইনে গৌরীকে কী উপহার দিয়েছিলেন। জবাবে শাহরুখ বলেন, ‘এটা তো প্রায় ৩৪ বছর হয়ে গেছে, তাই না? যদি ঠিকঠাক মনে করতে পারি, আমার মনে হয় এটি গোলাপি রঙের একজোড়া প্লাস্টিকের কানের দুল ছিল।’
দিল্লিতে থাকতেই গৌরীর সঙ্গে শাহরুখের পরিচয় ঘটে। ১৯৮৪ সালে এক বন্ধুর পার্টিতে তাদের প্রথম দেখা হয়। তখন শাহরুখের বয়স ১৮ আর গৌরী ১৪ বছরের কিশোরী। পরিচয়ের পর তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে, শুরু হয় তুমুল প্রেম।
প্রেমিক হিসেবে শাহরুখ একটু বেশি অধিকার খাটাতে চাইতেন, যা গৌরীর পছন্দ ছিল না। তাই তিনি সম্পর্ক ভাঙতে চেয়েছিলেন। এজন্য রাগ করে দিল্লি থেকে মুম্বাইতে চলে যান। কিন্তু হাল ছাড়লেন না শাহরুখ। প্রেমিকার পিছু পিছু তিনিও চলে আসেন মুম্বাই এবং সমুদ্র সৈকতগুলোতে তাকে খুঁজতে থাকেন।
কয়েকটি সৈকতে খোঁজার পর আচমকা গৌরীর আওয়াজ শুনতে পান পেছন থেকে। তাকে উদ্দেশ করে গৌরীর প্রশ্ন ছিল, ‘তুমি এখানে কী করছো?’ এরপর? আর রাগ-ক্ষোভ নয়, কল্পনার মতো এক সম্পর্কের সূচনা হয়েছিল।
১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ ও গৌরী। বর্তমানে তাদের সংসার আলো করে আছে দুই ছেলে আরিয়ান, আব্রাম ও এক কন্যা সুহানা।
শাহরুখ-গৌরীর সম্পর্কের আরও একটি মজার ঘটনা এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে শেয়ার করেছিলেন অভিনেতা। বিয়ের পর স্ত্রীকে কথা দিয়েছিলেন হানিমুনে প্যারিস নিয়ে যাবেন। কিন্তু অর্থ ও সময়ের অভাবে পারেননি। একদা শাহরুখের শুটিং লোকেশন ঠিক হয় পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে। প্যারিসের কথা বলে সেখানেই গৌরীকে নিয়ে যান বাদশাহ।
প্রায় শূন্য পকেটে ঘুরে বেড়ানো এক যুবকের হাত ধরেছিলেন গৌরী। বিশ্বাসে ভর দিয়ে সেই হাত আর ছাড়েননি। এখন তাদের জীবনে অপ্রাপ্তি বলে কিছুই নেই। তাই ভালোবাসায় জিতে যাওয়া দম্পতির কথা উঠলেই উৎকৃষ্ট উদাহরণ হয়ে ধরা দেন শাহরুখ-গৌরী।
শাহরুখের ভক্তরা তার মুম্বাইয়ের বাড়িতে আজকের দিনটিতে তাকে একটি ঝলক পাওয়ার অপেক্ষায় রয়েছেন সকাল থেকে। পাশাপাশি, তার নতুন সিনেমা ‘কিং’-এর ঘোষণা পাওয়ার জন্যও উদগ্রীব হয়ে আছেন ভক্তরা, যার মাধ্যমে শাহরুখ-গৌরীর একমাত্র মেয়ের বড় পর্দায় অভিষেক হবে।
এই বিশেষ দিনে শাহরুখ খান তার মুম্বাইয়ের বাড়িতে একটি জমকালো পার্টির আয়োজন করতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে, যেখানে বলিউডের অনেক বড় নামকরা ব্যক্তিরা উপস্থিত থাকবেন।