হলিউডের মর্যাদাশীল পুরস্কার গোল্ডেন গ্লোবস। এবার বসবে ৮২তম আসর। আসছে জানুয়ারিতেই বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে ২০২৫ সালের জন্য গোল্ডেন গ্লোবস অ্যাওয়ার্ড। পুরস্কার দেওয়ার সময় ঘনিয়ে আসছে, তাই উত্তেজনাও বাড়ছে।
এই পুরস্কারের জন্য সিনেমা ও টিভি শো জমা দেওয়ার শেষ তারিখ ৪ নভেম্বর। ধারণা করা হচ্ছে এ বছর অনেক জনপ্রিয় ও নতুন প্রোগ্রাম প্রতিযোগিতায় থাকবে।
সিনেমা
এবার কমেডি ও সংগীত ধাঁচের সিনেমাগুলোর মধ্যে প্রতিযোগিতা খুবই কঠিন হবে। নেটফ্লিক্সের এমিলিয়া পেরেজ, নিয়নের অ্যানোরা এবং ইউনিভার্সালের উইকেড ছবিগুলো মূল প্রতিদ্বন্দ্বী হতে যাচ্ছে। যেখানে করলা সোফিয়া গাসকন, মিকি ম্যাডিসন এবং সিঁথিয়া এরিভোর মতো তারকারা অভিনয় করেছেন।
প্রধান কমেডি অভিনেতা ক্যাটাগরিতে জেসি প্লেমন্স এগিয়ে আছেন। তিনি এরইমধ্যে কানে সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন।
ড্রামা বিভাগের অভিনেতাদের মধ্যে প্রতিযোগিতাও খুব জমজমাট হতে যাচ্ছে। তালিকায় অ্যাড্রিয়েন ব্রডি, রাল্ফ ফিয়েন্স এবং টিমোথি চ্যালামেট রয়েছেন।
লিড অভিনেত্রী হিসেবে লড়াইয়ে অ্যাঞ্জেলিনা জোলি, টিল্ডা সুইনটন এবং নিকোল কিডম্যান অন্যতম।
পার্শ্ব অভিনেত্রী বিভাগে সেলেনা গোমেজ এবং অ্যারিয়ানা গ্র্যান্ডে প্রধান প্রতিযোগী হতে পারেন। আর লেডি গাগা ‘জোকার ২’ সিনেমার জন্য মিশ্র পর্যালোচনা সত্ত্বেও মনোনয়ন পেতে পারেন বলে দাবি করেছে ভেরাইটি।
পার্শ্ব অভিনেতাদের তালিকায় পুরস্কার জয়ে এগিয়ে আছে কিয়েরান কালকিন এবং ডেঞ্জেল ওয়াশিংটনের নাম।
টিভি বিভাগ
এমি পুরস্কারজয়ী শোগুলির মধ্যে এফএক্সের ‘শোগান’ এবং এইচবিও/ম্যাক্সের ‘হ্যাকস’ মনোনয়নের জন্য এগিয়ে রয়েছে। নতুন শো যেমন নেটফ্লিক্সের ‘মনস্টারস: দ্য লাইল’ এবং ‘এরিক মেনেন্ডেজ স্টোরি’-ও আলোচনায় আছে। ফিরে আসা সিরিজ যেমন ‘স্কুইড গেম’ এবং ‘ওনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’-কেও অনেকে যোগ্য প্রতিযোগী ভাবছেন।
২০২০ সালে সমালোচনার পর গোল্ডেন গ্লোবস তাদের বৈচিত্র্য ও স্বচ্ছতা উন্নত করেছে। গত বছরের অনুষ্ঠান প্রায় ১০ মিলিয়ন দর্শক উপভোগ করেছিলেন। এটি ছিল ২০২০ সালের পর সর্বোচ্চ দর্শকপ্রাপ্তি।
এবারের গোল্ডেন গ্লোব পুরস্কার ২০২৫ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে এবং এটি উপস্থাপন করবেন নিকি গ্লেসার, এবং গ্লেন ওয়াইজ। রিকি কিরশনার আবারও নির্বাহী প্রযোজক হিসেবে থাকবেন।