শোবিজের তারকাদের প্রতিনিয়তই নানা রকম গুঞ্জনের বিপক্ষে লড়তে হয়। আবার অনেক সত্যকে তারা গুঞ্জন বলে চালিয়েও দেন। তখন গুঞ্জন হয়ে উঠে তার আশ্রয়। তেমনি নানা রকম গুঞ্জনের মধ্য দিয়ে যেতে হয়েছে ছোটপর্দার জনপ্রিয় জুটি তানিয়া বৃষ্টি ও আরশ খানকে।
শোনা গিয়েছে কাজ করতে গিয়ে বন্ধুত্ব, তারপর প্রেম। বিয়েও করেছেন তারা। বিয়ে নিয়ে স্পষ্ট বক্তব্য অবশ্য কখনোই পাওয়া যায়নি। তবে সম্পর্ক যে ছিল তা দুজনেই আভাস দিয়েছেন।
এবার সম্পর্ক না থাকার বিষয়টি স্পষ্ট করলেন তানিয়া বৃষ্টি নিজেই। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে আরশের সঙ্গে সম্পর্ক নিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘আমি আর আরশ একসঙ্গে অনেক কাজ করতাম। ভালো একটি বন্ডিং ছিল দুজনের। ভালো সম্পর্কের মধ্যেও খুঁটিনাটি ঝামেলা হয়। আমাদের ক্ষেত্রেও তেমনটাই চলছে। ও আমার ওপর একটু রেগে আছে। একটা ইন্টারভিউতে আমি বলেছিলাম, আমরা খুব ভালো বন্ডিং শেয়ার করি। একসঙ্গে ঘুরি ফিরি, ভাই-ব্রাদারদের মতো। ভাই-ব্রাদার কথাটা ও কোট করছে।
এটা বলাতে তার হয়তো মেজাজ খারাপ হয়েছে। অভিমান বলতে পারেন। সে অনেক কথা লিখেছে ফেসবুকে। আমি আরশকে বলতে চাই, আমি তোমাকে একদম ভাই-ব্রাদার জোনে ফেলে দিই নাই। তুমি আমার কাছে ওরকম ভাই ব্রাদার যে আমার এভরিথিং। এতে মেজাজ খারাপ করার কিছু নাই।’
আরশকে উদ্দেশ্য করে তানিয়া আরও বলেন, ‘আরশ খান, তুমি খুব ভালো ভালো কাজ করছ। এটা ধরে রাখো। আমি চাই তুমি জীবনে আরও অনেক ভালো কাজ করো। প্লিজ কবিতাগুলো বন্ধ করে দাও এবং আমাকে নিয়ে কথা বলা বন্ধ করে দাও।’
সামনে আবার দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার সম্ভাবনা আছে জানিয়ে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন ঝগড়াঝাঁটি হলেও সামনে আমরা কাজ করব। ঈদ আসছে সে সময় আমাদের একসঙ্গে দেখা যেতে পারে।’