ব্রেস্ট টিউমার জয় করলেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা

বিনোদন প্রতিবেদন
  ১০ জানুয়ারি ২০২৩, ১২:৪৯

গানের পাশাপাশি উপস্থাপনা আর অভিনয় দিয়ে সবার মন জয় করে নেন কণ্ঠশিল্পী সিঁথি সাহা। দেশ ছাড়াও কাজ করেছেন পাকিস্তান-ভারতের জনপ্রিয় সব শিল্পীদের সঙ্গে। হয়েছেন প্রশংসিতও। সেই গায়িকা ফিরলেন ক্যানসারের সঙ্গে লড়াই করে।
ব্রেস্ট টিউমারে আক্রান্ত হয়েছিলেন সিঁথি সাহা। গত মাসে সিঙ্গাপুরের একটি হাসপাতালে অস্ত্রোপচারও করিয়েছেন তিনি। বর্তমানে অনেকটাই সুস্থ আছেন। চলতি মাসে ফলোআপ ট্রিটমেন্টের জন্য দেশটিতে আবার যাবেন এই গায়িকা।
সিঁথি সাহা বলেন, ‘একটা টিউমারের মতো হয়েছিল। সেটি লেজার অপারেশন করে অপসারণ করা হয়েছে। এখন শারীরিক অবস্থা বেশ ভালো। চলতি মাসে আবারও চেকআপের জন্য যাব।’
এই গায়িকা জানান, গত বছর সেপ্টেম্বরের দিকে কলকাতায় একটি ভিডিওর কাজ করতে গিয়ে প্রথম টিউমারের অস্তিত্ব টের পান। এর পর দ্রুতই চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রাথমিক অবস্থাতেই টিউমার অপসারণ করা হয়। এখন অনেকটাই সুস্থ, ফিরেছেন গানেও।