গ্রিসে হানিমুনে কণ্ঠশিল্পী নির্ঝর

বিনোদন ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ২১:৩৮

বর জাহেদ আহমেদ মামুনের সঙ্গে গ্রিসে মধুচন্দ্রিমা যাপন করছেন কণ্ঠশিল্পী আজমেরী নির্ঝর। গত ১৫ নভেম্বর ফ্রান্সের প্যারিসে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তারা। বিয়ের পর পরই হানিমুনের উদ্দেশে গ্রিসে চলে যান তারা। গ্রিস থেকে জাগো নিউজকে নির্ঝর জানান ২৫ নভেম্বর প্যারিসে ফিরে যাবেন তারা।
২০০৫ সালে হাবিব ওয়াহিদের কম্পোজিশনে আশা ভোসলের গাওয়া ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গানটি নতুন করে গেয়ে শ্রোতাদের নজরে আসেন আজমেরী নির্ঝর। এরপর একে একে প্রকাশিত হয় তার বেশ কয়েকটি অ্যালবাম। একসময় হঠাৎ করেই নীরব হয়ে যান এই কণ্ঠশিল্পী। গত ১৫ বছর ধরে তিনি বাস করছেন ফ্রান্সে। জানা যায়, গত শুক্রবার ফ্রান্সে পারিবারিক আয়োজনে বিয়ে করেন তিনি ও মামুন। সেখানে উপস্থিত ছিলেন বর-কনের পরিবারের ঘনিষ্ঠজনেরা।
আজমেরী নির্ঝর জাগো নিউজকে বলেন, ‘বিয়ের পর একটু দ্রুত আমরা গ্রিসে চলে আসি। কারণ আমার বর ব্যবসায়িক কাজে লন্ডন যাবেন। হানিমুন শেষে ২৫ তারিখ আমরা প্যারিসে ফিরবো।’ নির্ঝরের বর মামুন ফ্রান্স প্রবাসী বাঙালি ব্যবসায়ী। বিয়ে প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক বছর ধরে পরিবার থেকে বিয়ের জন্য বেশ চাপ দিচ্ছিল। আমি কাজ নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম। কাজিনরা মিলে বিয়ের সব আয়োজন করলো। পারিবারিকভাবে বিয়ের উদ্যোগ নেওয়া হলো। করে ফেললাম।’
নজরুলসংগীত দিয়ে সংগীতজীবন শুরু করেছিলেন নির্ঝর। ‘একটা দেশলাই কাঠি জ্বালাও’ গেয়ে পরিচিতি পাওয়ার পর পড়াশোনা করতে লন্ডন চলে যান তিনি। পড়াশোনা শেষে ২০১০ সালে দেশে ফিরে আবারও গান নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। হৃদয় খানের সুরে ‘জানি একদিন’ ও ‘আজকের এই নিশি’ গানগুলো নির্ঝরকে আবারও নতুন করে আলোচনায় নিয়ে আসে। তার একক অ্যালবাম ‘স্বপ্নমুখীর’-এর ‘আরাধনা’ গানটিও বেশ জনপ্রিয়তা পায়। নির্ঝরের আধুনিক গানের অ্যালবামগুলো হচ্ছে ‘পোড়ামুখী’, ‘সূর্যমুখী’ ও ‘স্বপ্নমুখী’।