সান্তা ক্লজকে কারা যেন তুলে নিয়ে গেছে! তাকে খুঁজে বের করতে পথে নেমেছে ‘দ্য রক’ ডোয়াইন জনসন ও ‘ক্যাপ্টেন আমেরিকা’ ক্রিস ইভানস। ঘটনাটি যে মামুলি এক অপহরণ নয়, সেটা বুঝতে বাকি থাকবে না দর্শকের। এরকম এক গল্পের সিনেমা ‘রেড ওয়ান’ মুক্তি পেয়েছে ঢাকায়।
গত ১৫ নভেম্বর আন্তর্জাতিক অঙ্গনে মুক্তি পায় ওয়ার্নার ব্রাদার্স পিকচার্সের সিনেমা ‘রেড ওয়ান’। মার্কিন অ্যাকশন-অ্যাডভেঞ্চার ক্রিসমাস ফ্যান্টাসি কমেডি ঘরানার ছবিটি পরিচালনা করেছেন জেক কাসদান। হিরাম গার্সিফার গল্প থেকে এর চিত্রনাট্য করেছেন ক্রিস মরগান। ক্রিসমাস-থিম ফ্র্যাঞ্চাইজির প্রথম ছবিটি দেখা যাবে স্টার সিনেপ্লেক্সে।
ছবি মনে করিয়ে দেবে, আর কদিন পরেই বড়দিন। জনসন ও ইভানসেকে এমন এক মিশনে অংশ নিতে দেখা যাবে, যেখানে তাদের লক্ষ্য সান্তা ক্লজকে উদ্ধার করা। ডোয়াইন জনসন ক্যালাম ড্রিফ্ট চরিত্রে অভিনয় করেছেন। তিনি উত্তর মেরুর নিরাপত্তার প্রধান। ছবিতে সান্তা ক্লজের চরিত্রে অভিনয় করেছেন জেকে সিমন্স।
ছবির ট্রেলারে ছিল এক চমকপ্রদ হ্যালোউইন টুইস্ট। সেটা দেখেই অনেকে বুঝে ফেলবেন যে, সান্তার অপহরণের পেছনে থাকতে পারে আরও ভয়ঙ্কর কোনো শক্তি। এটা ক্রিসমাস-হ্যালোউইন মিলেমিশে এক বৃহত্তর পৌরাণিক কাহিনির অংশ হতে পারে, যা রেড ওয়ানকে একটি বৃহৎ হলিডে ফ্র্যাঞ্চাইজি করে ফেলতে পারে। কমেডি, অ্যাকশন এবং হলিডে ম্যাজিকের মিশেলে এটি হয়ে উঠতে পারে এক উপভোগ্য সিনেমা।