রাশমিকা মান্দানার সঙ্গে সম্পর্কের খবরে দীর্ঘদিন ধরেই শিরোনামে উঠে আসছে দক্ষিণী সিনেমার জনপ্রিয় নায়ক বিজয় দেবেরাকোন্ডার নাম। যদিও দুজনের কেউই এখন পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে সরাসরি কিছু বলেননি। সম্প্রতি ফিল্মফেয়ারের এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের বিভিন্ন বিষয়ে মুখ খুলেছেন বিজয়। যেখানে সম্পর্কের বিষয়ে সরাসরি কিছু না বললেও স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি সিঙ্গেল নন।
সম্প্রতি মুম্বাইয়ে এক সিনেমার প্রচারে অংশ নিয়েছিলেন বিজয়। সেখানেই এক সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজয় বলেন, ‘আমার বয়স ৩৫। এই বয়সে কি কেউ সিঙ্গেল থাকে?’
এরপরেই হঠাৎ বিজয় বলে ওঠেন, ‘আমি ডেটিংয়ে বিশ্বাসী নই। আমার কাছে কোনো সম্পর্কে এগোনো মানে বন্ধুত্ব করা। এই বন্ধুত্ব পুরোনো হলেই, আমি ভবিষ্যৎটা ভাবতে পারি।’
এত কিছু বললেও বিজয় কিন্তু গোপন রেখেছেন তার প্রেমিকার নাম। তবে বিজয়ের কথার মধ্যে ভক্তরা ঠিকই খুঁজে পেয়েছেন রাশমিকাকে। কেননা এই মুহূর্তে রাশমিকাই হলেন বিজয়ের সবচেয়ে কাছের বন্ধু।
এর আগে দেওয়া সাক্ষাৎকারে রাশমিকাও বিজয়কে কাছের বন্ধু বলে উল্লেখ করেছিলেন। তিনি জানিয়েছেন, বিজয় এমন একজন, যার সঙ্গে সব ব্যাপারেই পরামর্শ করেন তিনি। তবে ‘সিঙ্গেল নন’-বিজয়ের এমন মন্তব্যের পর রাশমিকার বক্তব্য জানা যায়নি।
রাশমিকা এখন প্রস্তুত হচ্ছে বহুল প্রতীক্ষিত ‘পুষ্পা ২’ সিনেমার প্রচারের। আগামী ৫ ডিসেম্বর ছবিটি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা। ছবিতে রাশমিকার বিপরীতে আছেন আল্লু অর্জুন। ছবিটির নির্মাতা সুকুমার।