চলতি বছর চিত্রনায়িকা শবনম বুবলী ব্যস্ত থেকেছেন সিনেমার কাজ নিয়ে। তার অভিনীত বেশ কয়েকটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এর বাইরে মুক্তি পেয়ে প্রশংসিত হয়েছে তার অভিনীত ‘দেয়ালের দেশ’ সিনেমাটি।
এতে শরিফুল রাজের বিপরীতে অভিনয় করেন তিনি। তবে দেশের কোটা আন্দোলন, গণঅভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের পতন ও নতুন সরকার গঠন প্রভৃতির কারণে শোবিজের কাজ খানিকটা থমকে যায়। যদিও ফের এখন শুরু হয়েছে সিনেমার কাজ। তবে এ বছর আর বুবলী অভিনীত কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কারণ বছরের বাকি মাত্র এক মাস। অথচ বুবলীর মুক্তি প্রতীক্ষিত সিনেমার সংখ্যা ৭।
এ সিনেমাগুলো পর্যায়ক্রমে আগামী বছর মুক্তি পেতে যাচ্ছে বলে জানালেন বুবলী। সিনেমাগুলোর মধ্যে রয়েছে জাকির হোসেন রাজুর ‘চাদর’, এম রাহিমের ‘জংলি’, রাখাল সবুজের ‘পুলসিরাত’, মাসুদ মহিউদ্দিন ও হাসান শিকদারের ‘প্রেম পুরাণ’, সাইফ চন্দনের ‘কয়লা’, দেবাশীষ বিশ্বাসের ‘তুমি যেখানে আমি সেখানে’, ওয়াজেদ আলী সুমনের ‘ছায়া’।
সাতটি সিনেমাতে তার বিপরীতে নায়ক হিসেবে আছেন সিয়াম, রোশান, নীরব ও আসিফ নূর। বুবলী বলেন, প্রতিটি ছবির গল্প ও তাতে আমার চরিত্র খুবই আলাদা। প্রতিটি ছবির কাজই করেছি শতভাগ দিয়ে। আমার বিশ্বাস ছবিগুলো মুক্তি পেলে দর্শকদের ভালো লাগবে। আমি অপেক্ষায় আছি নতুন বছরের। কারণ নতুন বছরের শুরু থেকেই আশা করছি ছবিগুলো একে একে মুক্তি পেতে থাকবে।