প্রেম-ভালোবাসার কাছে হার মানে সবকিছু। সেখানে বয়স কোনো বিষয় না, তা এবার প্রমাণ করলেন অস্কারজয়ী হলিউড অভিনেতা শন পেন। ৬৪ বছর বয়সী এ অভিনেতা ৩০ বছর বয়সী বান্ধবী ভালেরিয়া নিকোভকে প্রকাশ্যে এনে রীতিমতো চমকে দিয়েছেন। গত ৩০ নভেম্বর মরক্কোর ২১তম মারাকেশ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়। এতে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বিজয়ী শন পেন তার মডেল বান্ধবী ভ্যালেরিয়া নিকোভকে সঙ্গে নিয়ে আসেন। এদিন অভিনেতা ও পরিচালক হিসেবে ক্যারিয়ারের জন্য শনকে পুরস্কৃত করা হয়।
উৎসবের রেড কার্পেটে ভ্যালেরিয়ার সঙ্গে পোজ দিতে দেখা যায় শনকে। ডিপ ব্লু স্যুট ও টাইয়ে শনকে অনেকটা তরুণ দেখাচ্ছিল, অন্যদিকে ভ্যালেরিয়াকে স্ট্র্যাপলেস গাউনে চমকে দেন। একটি ছবিতে শন তার বাম হাত ভ্যালেরিয়ার কোমরে রেখে রেড কার্পেটে ছবি তোলেন। এর আগে ভ্যালেরিয়ার সঙ্গে শনকে প্রথম দেখা গিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরে। সেদিন মাদ্রিদের রাস্তায় হাঁটতে হাঁটতে দু’জনকে হাত ধরাধরি করে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
শন এর আগে তিনবার বিয়ে করেন। তার প্রথম বিয়ে ছিল ম্যাডোনার সাথে, যা ১৯৮৫ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত স্থায়ী হয়। তার দীর্ঘতম সম্পর্ক ছিল অভিনেত্রী রবিন রাইটের সঙ্গে, যা ১৯৯০ থেকে ২০১০ পর্যন্ত স্থায়ী হয়েছিল। তাদের দুটি সন্তান- মেয়ে ডিলান এবং ছেলে হপার। এরপর ২০২০ সালে অস্ট্রেলিয়ান অভিনেত্রী লেইলা জর্জকে বিয়ে করেন এই অভিনেতা। এক বছর পর দুজনের বিচ্ছেদ হয় এবং ২০২২ সালে তাদের বিচ্ছেদ নিষ্পত্তি হয়।