শোভিতা-নাগার রঙিন জীবন, প্রিওয়েডিংয়ের ছবিতে মুগ্ধ অনুরাগীরা

বিনোদন ডেস্ক
  ০২ ডিসেম্বর ২০২৪, ২২:৪৮

আজ (২ ডিসেম্বর) সোমবার দুপুরে নিজের ইনস্টাগ্রামে জীবনের রঙিন মুহূর্তের ছবি ভক্তদের জন্য শেয়ার করেছেন দক্ষিণী সিনেমার নায়িকা শোভিতা ধুলিপালা। এসব ছবি দেখে মুগ্ধ হয়েছেন অনুরাগীরা।
আসছে ৪ ডিসেম্বর দক্ষিণী অভিনেতা নাগা চৈতন্যর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন শোভিতা। কিন্তু বিয়ের আচার-অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে অনেক আগেই। এখন জীবনের সবচেয়ে রঙিন অধ্যায় তারা পার করছেন।
জানা গেছে, শোভিতার পরিবারের রীতি মেনেই বিয়ে হবে দুই তারকার। তাই এখন পর্যন্ত যে সব ছবি প্রকাশ্যে এসেছে সবই শোভিতার পরিবারের।
আজ সকালে শোভিতা তার সোশ্যাল মিডিয়ায় ১০টি ছবি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন। এতে লাল চওড়া পাড়ের ঐতিহ্যবাহী রেশমি শাড়ি এবং হাত ঢাকা ব্লাউজে উজ্জ্বল রূপে ধরা দিয়েছেন এ নায়িকা।
শোভিতাকে গুরুজনেরা আশীর্বাদ করেছেন। কপালে চন্দন পরিয়ে দিয়েছেন। হাতে তুলে দিয়েছেন এক ঝুড়ি লাল রেশমি চুড়ি। হলুদ, চন্দন এবং অন্য ভেষজের মিশ্রণ কনের পায়ে লাগিয়ে দেওয়া হয়েছে। এসব রীতি ভীষণ উপভোগ করছেন শোভিতা, তা তার ছবি দেখে বোঝা যাচ্ছে। শুধু তাই নয়, তিনি পরিবারের সঙ্গে একের পর এক ছবি তুলেছেন।
এর আগে অক্টোবর মাসে শোভিতার পরিবার আয়োজন করেছিল ‘গোডুমা রায়ি পাসুপু দঞ্চদাম’ অনুষ্ঠানের। অনেকটা বাঙালির ‘হলুদ কোটা’ অনুষ্ঠানের মতো এ আচার। পরিবারের সবাই মিলে হলুদ ও অন্য ভেষজ গুঁড়া করেছিলেন। সঙ্গে ছিলেন শোভিতা। এটি নাকি বিবাহ উৎসব শুরুর বার্তা দেয়। সম্প্রতি তাদের ‘রাতা স্থাপনা’ এবং ‘মঙ্গলস্নানম’নামের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। হয়তো এরপর মেহেদি অনুষ্ঠানও করা হবে। এখন এসব অনুষ্ঠানের অপেক্ষায় তাদের অনুরাগীরা।
শোভিতা-নাগা আগেই জানিয়েছিলেন, একেবারে একান্তেই তারা বিয়ের আয়োজনটা করতে চান। পারিবারিক রীতিনীতি মেনে এ মিলন উৎসবে তারা শামিল হবেন। এক সময় গুঞ্জন শোনা যায়, অভিনেত্রী নয়নতারার মতো বিয়ের ভিডিও স্বত্ব নাকি তারা বিক্রি করে দেবেন কোনো ওটিটি মাধ্যমকে। কিন্তু সেই সম্ভাবনা নাগা নিজেই মিথ্যে বলে জানিয়েছেন।
মনে করা হচ্ছে, নাগার দাদা আক্কিনেনি নাগেশ্বর রাওয়ের তৈরি করা অন্নপূর্ণা স্টুডিও তাদের বিয়ে আসর বসবে। পরিবারের সব গুরুজনের আশীর্বাদ চান এ তারকা যুগল।