৫০০ বার বিয়ের পিঁড়িতে বসেও এখনও সিঙ্গেল রানি

বিনোদন ডেস্ক
  ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ১৯:২৩

সময় গড়িয়ে যায়, পর্দায় দাপিয়ে বেড়ানো মানুষটাও নীড় গড়েন। বাঁধা পড়েন প্রণয় বাঁধনে। সিনেমার জগতে হরহামেশাই বিয়ে হয় তারকাদের। বাস্তবেও তারা বিয়ের পিঁড়িতে বসেন, আবার বিয়ে ভাঙার খবরও আসে অহরহ।
তবে পর্দায় বারবার বিয়ে পিঁড়িতে বসলেও জীবনে গাঁটছড়া বাঁধা হয়নি এখনো এমন কেউ কেউও আছেন। ভারতের ভোজপুরি অভিনেত্রী রানি চ্যাটার্জিও তাদেরই একজন। জীবনের প্রায় ৪০ বসন্ত কাটিয়েও তার কারো সাথে চার হাত এক করা হয়নি। বসেননি ছাদনাতলায়।
ভোজপুরি জনপ্রিয় অভিনেত্রী রানি চ্যাটার্জি ২০০৩ সালে সিনেমার দুনিয়ায় পা রাখেন। মনোজ তিওয়ারির বিপরীতে প্রথম ছবিতেই ঝড় তোলেন এই নায়িকা। 
দেখতে দেখতে সিনেমা জগতেই তিনি কাটিয়ে দিয়েছেন ১৯ বছর।  রানি নম্বর ৭৮৬ ছবিটি তাঁকে এনে দিয়েছিল ভারতময় জনপ্রিয়তা। 
সম্প্রতি মুক্তি পেয়েছে রানির নতুন ছবি গ্যাংস্টার অফ বিহার। সেখানে কনের সাজে একটি ছবি তিনি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিলেন।  
ক্যাপশনে রানি লিখেছেন, জীবনে ৪০০ এর বেশি ছবিতে কনে সেজে অভিনয় করে ফেললেন। ৪৬৫ বার তাকে নতুন বউয়ের বেশ ধারণ করতে হয়েছে।ৎ
এরপরও রানি এখনো সিঙ্গেল...