খিলক্ষেতে জুমা পড়েছেন আতিফ আসলাম, জানিয়েছেন আসবেন আবারও

বিনোদন ডেস্ক
  ০৫ ডিসেম্বর ২০২৪, ২১:৫৮

গত ২৯ নভেম্বর বাংলাদেশে গান শোনান উপমহাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আতিফ আসলাম। রাজধানীর আর্মি স্টেডিয়ামে তার ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে নিয়ে ঢাকাবাসীর উম্মাদনা ছিল চোখে পড়ার মতো। ১ ঘণ্টা ২০ মিনিট গান শোনানোর কথা থাকলেও প্রায় তিন ঘণ্টা ধরে গান করেন এই শিল্পী। দুপুরে খিলক্ষেতের আসপাশের এলাকায় তার জুমার নামাজ পড়ার ছবি ছড়িয়ে পড়েছিল সামাজিক মাধ্যমে।
পাকিস্তানে ফিরে গেছেন আতিফ আসলাম। সেখান থেকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশের অনুরাগীদের প্রতি। মঞ্চে থাকতেই সেদিন জানিয়ে গিয়েছিলেন, তিনি আবারও আসবেন। ২৯ নভেম্বর কনসার্ট শেষ হলেও সামাজিক যোগাযোগমাধ্যমে আতিফ আসলামকে নিয়ে আলোচনা চলছে এখনও। কেউ বলছেন তার অমায়িক ব্যবহারের কথা, কেউ বলছেন অসাধারণ গায়কির কথা।
আতিফ আসলাম তার ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। তাতে উঠে এসেছে বাংলাদেশের কনসার্টের পুরো সময়ের এক টুকরা। এক মিনিটের ওই ভিডিওতে কনসার্টের ভিন্ন ভিন্ন মুহূর্তে দেখা গেছে এই কণ্ঠশিল্পীকে। গান, ভক্তদের সঙ্গে সময় কাটানো, গানের তালে শ্রোতাদের উন্মাদনা, মঞ্চের লাল-নীল আলো এমনকি ভক্তদের সঙ্গে তোলা সেলফিও বাদ যায়নি ভিডিওটিতে। ক্যাপশনে আতিফ আসলাম লিখেছেন ‘গ্র্যাটিটিউড বাংলাদেশ’।
নিজের দেশে ফিরেও বাংলাদেশের প্রতি আতিফের এই ভালোবাসার প্রশংসা পাচ্ছে অনুরাগীদের কাছে। সেই পোস্টের মন্তব্য করছেন বাংলাদেশের অনেক অনুরাগী, যারা শিল্পীকে আবারও ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন। কেউবা তার সঙ্গে তোলা ছবি পোস্ট করে ভালোবাসা জানিয়েছেন।
আতিফ আসলাম সেদিন গেয়ে শোনান ‘তেরা হুনে লাগা’, ‘ম্যায় তেনু সামজাওয়ান কি’, ‘ও রে প্রিয়া’, ‘মেরে পিয়া ঘর আয়া’সহ তার প্রায় সবগুলো জনপ্রিয় গান। গানের ফাঁকে তিনি বলেছিলেন, ‘বাংলাদেশ আমার সেকেন্ড হোম, এখানকার দর্শকের ভালোবাসার জন্য আমি অপেক্ষা করে থাকি। সবার প্রতি কৃতজ্ঞতা।’
খিলক্ষেতে জুমা পড়েছেন আতিফ আসলাম, জানিয়েছেন আসবেন আবারও
কনসার্টের দিন ঢাকার রাস্তায় তার জুমার নামাজ পড়া নিয়েও আলোচনা চলছে সামাজিক মাধ্যমে। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, ঢাকার রাস্তায় নামাজ পড়ছেন পাকিস্তানের এই শিল্পী। কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান জানায়, কনসার্টের দিন দুপুরে হোটেল থেকে জুমার নামাজ পড়ার জন্য বের হয়েছিলেন আতিফ আসলাম। খিলক্ষেতের আশপাশে কোথাও একটি মসজিদের বাইরে নামাজ আদায় করেছেন তিনি। সেখান থেকেই কেউ হয়তো ভিডিওটি ধারণ করে ছড়িয়ে দিয়েছেন ফেসবুকে।
আগামী বছর ফেব্রুয়ারির ২৫ তারিখ দুবাইতে গান করবেন পাকিস্তানের এই শিল্পী।