বলিউডের বিখ্যাত তিন খান শাহরুখ, আমির ও সালমান। তিনজনেরই রয়েছে বিশাল বড় ফ্যানবেজ। আছে অনেক হিট-সুপারহিট সিনেমা। তিনজনই নানা উপাধিতে সম্মানিত বিশ্বজুড়ে সিনেমাপ্রেমীদের কাছে। একসঙ্গে ভিন্ন ঘরানায় তারা ভারতীয় সিনেমাকে নেতৃত্ব দিয়ে চলেছেন। তবে তাদের অনুরাগীদের আছে নিরব দুঃখ। কখনো তিন খানকে একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
১৯৯৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘আন্দাজ আপনা আপনা’ সিনেমায় সালমান খান এবং আমির খান একসাথে অভিনয় করেছিলেন। আবার ‘করণ অর্জুন’সহ বেশ কিছু সিনেমায় একসঙ্গে কাজ করেছেন শাহরুখ ও সালমান। তবে আমির, সালমান এবং শাহরুখ- এখনো একসাথে কোনো সিনেমায় হাজির হননি।
তাই বলিউডে এই বিষয়টি খুবই প্রত্যাশিত এবং চমক জাগানিয়া একটি বিষয়। সাধারণ দর্শকের পাশাপাশি ভারতীয় সিনেমার অনেক মানুষেরাও মনে করেন, তিন খান যেন একসঙ্গে ছবি করেন। এটা একটা ঐতিহাসিক মুহূর্ত হবে বলিউডের জন্য। এমন একটা মাইলফলক থেকে সিনেমাপ্রেমীদের বঞ্চিত করা উচিত নয়।
একসঙ্গে কাজ করা নিয়ে তিন খানই নানা সময় প্রশ্নের সম্মুখিন হয়েছেন। তিনজনই আশা দিয়েছেন, এক হবেন বলে। সর্বশেষ ৫ ডিসেম্বর জেদ্দায় এ উৎসবের উদ্বোধনী আসরে হাজির ছিলেন আমির খান। সেখানে তাকে বিশেষ সম্মাননাও দেওয়া হয়েছে।
প্রশ্নোত্তর পর্বে সৌদির এক নারী দর্শক আমিরকে প্রশ্ন করেন, ‘বলিউডের তিন খানকে কি আসলেই একসঙ্গে দেখা যাবে? যদি সেটা হয় তবে আপনারা এতটা সময় নিচ্ছেন কেন?’ প্রশ্ন শুনেই হেসে ওঠেন আমির। যেন এ প্রশ্নের জন্যই অপেক্ষা করছিলেন।
আমির জানান, ছয় মাস আগে, তিনি শাহরুখ ও সালমানের সাথে আলোচনা করেছিলেন তারা যদি একসাথে একটি সিনেমা তৈরি করেন তবে সেটা কত দারুণ হবে। তিনি বলেন, ‘আমিই প্রথম বলেছিলাম আমাদের একসঙ্গে একটি সিনেমা করার প্রসঙ্গে। শাহরুখ ও সালমানও আগ্রহ দেখিয়েছিল। আমরা একমত হয়েছিলাম, আমাদের যদি একসাথে কোনো সিনেমা না হয় তবে সেটা দুঃখজনক হবে।’
‘শাহরুখ এবং সালমান দুজনেই একমত। আমি আশা করি শিগগিরই ছবিটি হবে। তবে একটি উপযুক্ত গল্প ও চিত্রনাট্য খুব জরুরি। তারই অপেক্ষা চলছে’- যোগ করেন বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খান।
আমির খান সর্বশেষ ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় অভিনয় করেন। ছবিটি খুব একটা সাড়া পায়নি। বর্তমানে তিনি ‘সিতারে জমিন পার’ সিনেমায় কাজ করছেন। সিনেমাটি পরিচালনা করেছেন আরএস প্রসান্ন। এতে প্রধান চরিত্রে আরও অভিনয় করবেন দারশীল এবং জেনেলিয়া দেশমুখ। এটি ২০১৮ সালের স্প্যানিশ সিনেমা ‘চ্যাম্পিয়ন্স’- এর উপর ভিত্তি করে তৈরি হচ্ছে।
এদিকে সালমান খান অভিনীত পরবর্তী সিনেমা হতে যাচ্ছে ‘সিকান্দার’। অ্যাকশনধর্মী সিনেমাটি ২০২৫ সালের ঈদে মুক্তি পাবে। সিনেমাটিতে তার সাথে অভিনয় করছেন রাশমিকা মান্দানা। এটি পরিচালনা করেছেন এআর মুরুগাদোস। সালমান এছাড়াও ‘বিগ বস ১৮’ উপস্থাপনা নিয়ে ব্যস্ত আছেন।
শাহরুখ খানও ব্যস্ত তার নতুন সিনেমা ‘কিং’ নিয়ে। এটি পরিচালনা করছেন সুজয় ঘোষ। শাহরুখের মেয়ে সুহানা খানও সিনেমাটিতে অভিনয় করছেন। এছাড়া শাহরুখ ‘মুফাসা: দ্য লায়ন কিং’ সিনেমার হিন্দি ভার্সনে মুফাসার চরিত্রে কণ্ঠ দিয়েছেন। এ সিনেমাটি ২০ ডিসেম্বর ভারতে মুক্তি পাবে।