প্রেমে পড়ি না, প্রেম আমার উপর পড়ে

বিনোদন ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ২১:১৮

ঢাকাই সিনেমার লাস্যময়ীকন্যা পরীমণি। অভিনয় ক্যারিয়ারের শুরু থেকে নানারকম চড়াই-উতরাই পাড়ি দিয়েছেন তিনি। ব্যক্তিগত জীবনে স্পষ্টবাদী হিসেবে তার পরিচিতি রয়েছে। প্রেম, বিয়ে, বিচ্ছেদ জীবনের অনুষঙ্গ। এসব বিষয়েও তার বক্তব্য পরিষ্কার। 
নিজের জীবনের প্রেমকাহিনি নিয়ে পরীমণির ভাষ্য, ‘আমি প্রেমে পড়ি না, প্রেম আমার উপর পড়ে। আমি সময় বুঝি না। প্রেম আমার উপর পড়লে আমি একেবারে পিষে যাই।’সম্প্রতি এক সাক্ষাৎকারে পরীমণি এসব কথা বলেন। 
পরীমণির প্রেম-বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। এক্ষেত্রে কি পরীমণির ব্যক্তি জীবনের উপর তাদের হস্তক্ষেপ ছিল- এমন প্রশ্নের উত্তরে তিনি বললেন, “এই বিষয়টা বলা খুব মুশকিল। এখন মানুষের জীবনে অনেক অপশন থাকে। এখানে আমার কিছু বলার নেই। সবচেয়ে বড় কথা, আমি কাউকে দোষ দিতে চাই না। সব দোষ নিজের করে নিয়েছি। সবাই ভালো থাকুক।”
পরীমণির ভাষ্য ‘‘ভালো থাকার জন্য নিজের ব্যক্তিগত জীবন একটি বাউন্ডারির মধ্যে অবদ্ধ রেখেছি। কাজ ও পরিবার নিয়ে সেই জায়গাতেই আমি থাকছি। কারণ, আমাকে আরও ভালো ভালো কাজ করতে হবে। সেই সঙ্গে ছেলে-মেয়েকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। মা হিসেবে এটাই আমার বড় দায়িত্ব। এছাড়া কিছু চাওয়ার নেই।’’
গত মাসে পরীমণির প্রথম ওয়েব সিরিজ ‘রঙ্গিলা কিতাব’ মুক্তি পায়। এছাড়া আগামী মাসে টালিউডে অভিষেক হতে যাচ্ছে পরীমণির। রহস্য-রোমাঞ্চ গল্পে ‘ফেলুবক্সী’ মুক্তি পাবে আগামী ১৭ জানুয়ারি। সিনেমায় পরীমণির সঙ্গে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী।