টিভিপর্দার জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। অভিনয়গুণে এরই মধ্যে তিনি জয় করে নিয়েছেন দর্শকদের মন। বর্তমানে এই অভিনেত্রী ওয়েব সিরিজ ও সিনেমা ব্যস্ত হয়ে পড়েছেন। ‘আবার বসন্ত’, ‘কাঠবিড়ালী’র মতো সিনেমায় অভিনয়ের দ্যুতি ছড়িয়ে দর্শকদের প্রশংসা কুড়িয়েছেন।
সম্প্রতি ‘মায়ের বিয়ে’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এই নাটকে স্পর্শিয়াকে মায়ের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। এটি রচনা করেছেন আল আমিন স্বপন ও পরিচালনা করেছেন মামুন আব্দুল্লাহ।
স্পর্শিয়া বলেন, ‘নাটকের গল্প ও আমার চরিত্রটি একেবারই ভিন্ন। এমন চরিত্রে আগে কখনো কাজ করিনি। এ নাটকে আমাকে মায়ের চরিত্রে দেখা যাবে। খুব যত্ন নিয়ে অভিনয় করেছি। আশা করি, দর্শকদের ভালো লাগবে।’
জানা গেছে, ইতোমধ্যেই ‘মায়ের বিয়ে’ নাটকের দৃশ্যধারণ শেষ হয়েছে। এটি আসছে ঈদুল ফিতরের আয়োজনে কোন একটি বেসরকারী টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।