এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। মাত্র কয়েক বছরের পথচলায় পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছেন দর্শকের মনে। ২০১৯ সালে যাত্রা; মডেল হয়েছেন বহু বিজ্ঞাপনে। পরের বছর ‘তাকদীর’ ওয়েব ধারাবাহিকে প্রথম অভিনয় করেন।
তবে তাকে বেশি পরিচিতি এনে দেয় ২০২২ সালের ‘সুহাসিনী’ নাটকটি। এর পরই জনপ্রিয়তা পান অভিনেত্রী। একে একে কাজ করেছেন প্রথম সারির অভিনেতাদের বিপরীতে। সম্প্রতি দেশের এক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বললেন বর্তমান ব্যস্ততা ও নতুন বছরের পরিকল্পনা নিয়ে।
কথোপকথনে তটিনী জানান, প্রত্যাশার চেয়েও দর্শকদের ভালোবাসা পেয়েছেন তিনি।
দর্শকের ভালোবাসায় আপ্লুত তটিনী বলেন, ‘কখনো মেঘ কখনো বৃষ্টি’ নামের এ নাটকটিতে আমি তমা নামের একটি চরিত্র করেছি। পরিচালনা করেছেন রাজ ভাই (মুহাম্মদ মোস্তফা কামাল রাজ)। নাটকটিতে একটি গান আছে।
এটিও বাড়তি মাত্রা যোগ করেছে। সাড়া পাওয়া প্রসঙ্গে বলতে গেলে বলব, আমার সবকটি কাজই দর্শক গ্রহণ করছেন। প্রত্যাশা থেকেও ভালোবাসা বেশিই পাই। এটিতেও ব্যতিক্রম নয়।’
রোমান্টিক ঘরানার নাটকেই বেশি দেখা যায় অভিনেত্রীকে।
দর্শকপ্রিয়তাও পাচ্ছেন। এ প্রসঙ্গে তটিনী বলেন, ‘অভিনয়শিল্পী হিসাবে আমিও চাই বিভিন্ন গল্প ও চরিত্রে কাজ করতে। তবে শুরু থেকেই রোমান্টিক ঘরানার কাজ করেছি বেশি। নির্মাতারা হয়তো মনে করেন আমাকে এ ধরনের গল্পেই বেশি মানাবে। তাই এভাবেই আমাকে সবাই চিন্তা করেন।’
‘সুহাসিনী’ নাটকটিকেই ক্যারিয়ারের ইউটার্ন মনে করেন অভিনেত্রী। জানালেন, ‘প্রত্যেক কাজই আমি ভালোবেসে করি। সর্বোচ্চ চেষ্টা থাকে ভালো করার। তবুও কিছু কাজ মনে দাগ কেটে যায়। তবে একটি নাটক আছে যা দিয়ে মানুষ আমাকে চিনতে শুরু করেছে। সেটি হচ্ছে ‘সুহাসিনী’। এ নাটকটি আমার ক্যারিয়ারে অন্য রকম সাফল্য এনে দিয়েছে। এটি আমার কাছে বিশেষ।’
সহশিল্পী হিসেবে কাকে বেশি পছন্দ? এমন প্রশ্নের জবাবে তটিনী বলেন, ‘পছন্দ বা অপছন্দের কোনো বিষয় নেই। এখন পর্যন্ত যাদের সঙ্গে কাজ করেছি কারও প্রতি আমার কোনো খারাপ লাগা নেই। যাদের সঙ্গে কাজ হয়নি তাদের নিয়ে তো কিছু বলতে পারব না। ব্যক্তিগতভাবে শিল্পী হিসাবে আমার ইচ্ছা সবার সঙ্গেই কাজ করার। তাছাড়া সহশিল্পী নির্বাচনের ব্যাপারটাও কিন্তু শিল্পীদের হাতে থাকে না। এটা নির্ভর করে নির্মাতাদের ওপর। তারা গল্পের সঙ্গে মিল রেখে জুটি নির্ধারণ করেন। আমার কাজ নির্মাতাদের চাহিদা অনুযায়ী গল্প ও চরিত্রটি ফুটিয়ে তোলা।’
শেষ হতে চলেছে ২০২৪ সাল। নতুন বছরের পরিকল্পনা ইতোমধ্যেই করে রেখেছেন অভিনেত্রী। বললেন, ‘ভালো কাজের সঙ্গে থাকতে চাই। আরও ভালো কাজ করতে চাই। দর্শকদের ভালোবাসা পেতে চাই। চলতি বছর সবকিছু মিলিয়ে ভালো কেটেছে। প্রত্যাশা করি আগামী বছর আরও ভালো কাটবে। ইচ্ছা ও অনিচ্ছায় করা সব ভুল শুধরে নিতে চাই। অতীতের ভুল থেকে প্রাপ্ত শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নতুন করে নব উদ্যমে কাজ করার চেষ্টা অব্যাহত থাকবে।’