‘অভিনয় আমাকে এমন জায়গায় নিয়ে যায় যা কল্পনাতীত। এক একটি চরিত্র থেকে অন্য চরিত্র হয়ে উঠতে দারুণ লাগে। যদিও নতুন কোনো চরিত্র ধারণ করার আগে মনে হয় এই বুঝি পারব না, কিন্তু যখন শুরু করি, তখন সেই চরিত্রের মধ্যে নিজের ছায়া দেখতে পাই’- অভিনয় নিয়ে এভাবেই বললেন মডেল ও অভিনেত্রী নিদ্রা দে নেহা।
এইতো সেদিন ‘শরতের জবা’ সিনেমায় পাওয়া গেল অন্য এক নিদ্রা নেহাকে। কুসুম শিকদার পরিচালিত এই সিনেমার মাধ্যমে বড়পর্দায় অভিষেক হয়েছে তাঁর। এর আগে বিজ্ঞাপন, ওটিটির কাজ দিয়ে আলো ছড়িয়েছেন তিনি। সব মিলিয়ে সময়টা ভালোই যাচ্ছে তাঁর। ছোটবেলায় নাচ করতেন। ২০২০ সালের ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ দিয়ে যাত্রা শুরু করা নেহা মডেলিং দিয়েই ক্যারিয়ার শুরু করেন। তবে কখনও অভিনয়ে আসবেন ভাবেননি। সেই নেহা এলেন বড় পর্দার মায়াবী মুখ হয়ে।
প্রথম সিনেমা ‘শরতের জবা’ মুক্তির পর ক্যারিয়ার নিয়ে ভাবনা কেমন? ‘প্রথম সবকিছু তুলনাহীন। প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমায় দর্শক আমাকে যে ভালোবাসা দিয়েছে তাতেই আমি অভিভূত। তাদের ভালোবাসার মর্যাদা দিতে চাই আমি। সিনেমাটি আমাকে নতুন কিছু ভাবতে শিখিয়েছে। অভিনয়ে নিজের ভুলত্রুটি শোধরে এখন চেষ্টা থাকবে নিজেকে আরও ভালোভাবে পর্দায় তুলে ধরার। সে লক্ষ্যেই কাজ করছি। আরও বাছবিচার করতে সিনেমার কাজ হাতে নিচ্ছি। চরিত্রকেই প্রাধান্য দিতে চাই, নায়িকা হওয়ার কোনো স্বপ্ন দেখি না। দিনশেষ ভালো গল্প, ভালো নির্মাতা ও ভালো চরিত্রে কাজ করতে চাই।’
সম্প্রতি মুক্তি পেয়েছে তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’। এটি পরিচালনা করেছেন কাজী আসাদ। প্রথম ওয়েব সিরিজেই বাজিমাত করেছেন তিনি। মোশাররফ করিমের বিপরীতে তাঁর অভিনীত ‘পুষ্প’ চরিত্রটি বেশ প্রশংসিত হয়েছে।
নেহা বলেন, ‘দর্শক সবসময় ভালো গল্পের কাজ পছন্দ করেন। ওয়েব সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ এর বড় প্রমাণ। ওটিটির জন্য সামনে আরও নতুন কিছু কাজ করেছি। আশা করছি, নতুন কাজগুলো দর্শকদের মনোযোগ কাড়বে’।
নেহা সম্প্রতি ওটিটির জন্য এ ছাড়া আসিফ মাহমুদের ‘ফ্যাকড়া’ নামে একটি কাজ শেষ করেছেন। অ্যাকশন-থ্রিলার টাইপের কাজটির নির্মাতা আসিফ মাহমুদ। এ ছাড়াও পিকলু চৌধুরীর ‘দাওয়াল’ ও ফাখরুল আরেফিন খানের ‘নীল জোছনা’ নামে দুটি সিনেমার কাজ শেষ করেছেন তিনি।
নেহা ভালোবেসে বিয়ে করেন অভিনেতা প্রান্তর দস্তিদারকে। ওটিটির সিনেমা ‘আন্তঃনগর’-শুটিংয়ে প্রেমে জড়িয়েছিলেন তারা। এরপর দুয়ে দুয়ে এক হয় চার হাত। নতুন সংসারজীবন ভালোই চলছে নেহার। এ অভিনেত্রীর জন্ম ভোলার চরফ্যাসন থানায়। এসএসসির পর পড়েছেন ঢাকার আইডিয়াল কলেজে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে থেকে অনার্স পড়ছেন। আঁকাআঁকি আর অভিনয়ের উঠোনে দারুণ সময় কাটছে এ তরুণ অভিনয়শিল্পীর। আসছে ভালোবাসা দিবসের কাজ নিয়ে ব্যস্ত তিনি।
বছরের প্রথম মাসে বিয়ে, অক্টোবরে নিজের প্রথম সিনেমা মুক্তি, ডিসেম্বরে স্বামী প্রান্তর দস্তিদারে ‘৮৪০’ প্রথম সিনেমার মুক্তি– সব মিলিয়ে ২০২৪ বছরটি তাঁর জন্য নতুন কিছু সূচনা করেছে। নতুন বছর ভালো যাবে এমন প্রত্যাশা এই অভিনেত্রীর।