‘মেহজাবীন আরও আগে কেন সিনেমায় আসেনি’

বিনোদন ডেস্ক
  ২৬ ডিসেম্বর ২০২৪, ২১:০৬

অভিনেত্রী জয়া আহসান তো রীতিমতো ভালোবাসার আলিঙ্গনে সিক্ত করেছেন মেহজাবীন চৌধুরীকে। মেহজাবীন অভিনীত প্রথম সিনেমা ‘প্রিয় মালতী’ দেখার পরে জয়া বলেন, ’অনেককেই বলতে শুনলাম, মেহজাবীন আরও আগে কেন সিনেমায় আসেনি। আমার মনে হয়, এত পরিপক্ক একটা কাজ করবে বলেই হয়তো এত দেরি।’
মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সে ‘প্রিয় মালতী’র স্পেশাল স্ক্রিনিং শেষে এক প্রেসমিটে জয়া আহসান বলেন, ‌‘আমি ওর (মেহজাবীনের) পথচলাটা প্রথমে থেকে খেয়াল করছি। অনেকে বলেছে ওর আরও আগে কাজ করা উচিত ছিল। তবে ও এমন একটা পরিপক্ব সময়ে এসে অভিনয় করেছে, যে একটা ভালো ছবি উপহার দিয়েছে।’
জয়া আরও বলেন, ‘আমি মেহজাবীনের অভিনয়ের ভক্ত, ওর অভিনয় সব সময় দেখি। আমার খুব কম দেখা হয় কিন্তু তারপর আমি যা দেখি ওর অভিনয় গুলো দেখি।’ 
সিনেমা প্রসঙ্গে জয়া আহসানের ভাষ্য, ‘ও যখন কাঁদে সিঁদুর মুছে দেয় শাখা ফেলে দেয় আমার একবারও মনে হয়নি যে মেহজাবীন তো মুসলিম ঘরের মেয়ে, সে সনাতনী সম্প্রদায়কে দেখে বড় হয়নি তার এ অভিজ্ঞতা নেই। একজন শিল্পীর বড় জায়গা এটাই অভিনয়ের মাধ্যমে সবকিছু ফুটিয়ে তুলতে পেরেছে।’ 
তার কথায়, ‘পরিচালককে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা ছবি উপহার দেওয়ার জন্য। সবাই অসাধারণ অভিনয় করেছেন। আমি দর্শক হিসেবে সিটে বসে থেকে দেখেছি, এরপর কী হবে কী হবে ভেবেছি। এর মাঝে একজন এসে বলে পপকর্ন এনে দেবে। আমি বলি, এই ছবি পপকর্ন খেতে খেতে দেখা যাবে না।’ 
শেষে জয়া আহসান বলেন, ‘মেহজাবীনকে আরও অর্থবহ ছবিতে দেখতে চাই। ও পরিপক্ব অভিনেত্রী হয়ে দাঁড়িয়েছে। আমি নিজেও বুঝতে পারিনি। তবে সব সময় খেয়াল করতাম, অসাধারণ অভিনয় করেছে।’
প্রসঙ্গত, শঙ্খ দাশগুপ্ত পরিচালিত ‘প্রিয় মালতী’ যৌথ প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড এবং চরকি। মেহজাবীন এর সাথে এই সিনেমায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, নাদের চৌধুরী, আনিসুল হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।
‘প্রিয় মালতী’ যাপিত জীবনের গল্প। সিনেমায় নিম্নমধ্যবিত্ত লড়াকু নারীর চরিত্রে অভিনয় করেছেন মেহজাবীন চৌধুরী। সিনেমায় তার নাম মালতী রানী দাশ। পলাশ কুমার দাশের সঙ্গে জীবনের নতুন অধ্যায় শুরু করেছিলেন তিনি। আর দশটা নিম্নমধ্যবিত্ত দম্পতির মতো সংসার জীবনের ছোট ছোট স্বপ্ন বুনছিলেন তারা। হঠাৎই একটি মার্কেটে আগুন লাগার ঘটনায় সেই ছন্দ কাটে।
এরই মধ্যে সিনেমাটি প্রদর্শিত হয়েছে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে। মর্যাদাপূর্ণ দুই উৎসবেই অফিশিয়ালি সিলেক্ট হওয়া ‘প্রিয় মালতী’ পেয়েছে ব্যাপক প্রশংসা। একদম দেশীয় প্রেক্ষাপটে বানানো সিনেমাটি সহজেই বুঝতে পেরেছেন বিদেশি দর্শক।