পরীমনি হয়ে গেলেন‘লক্ষ্মীপেঁচা’!

বিনোদন ডেস্ক
  ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:০১

সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব পরীমনি। বিভিন্ন সময়েই ভক্তদের সঙ্গে নানা মুহূর্তের ঘটনা কিংবা ছবি শেয়ার করেন ঢাকাই সিনেমার আলোচিত এই নায়িকা।
তারই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ফেসবুকে নতুন কিছু ছবি পোস্ট করলেন পরী। আলো-আঁধারে তোলা সেই ছবিগুলোতে নিজেকে যেন ‘লক্ষ্মীপেঁচা’ বলেই উল্লেখ করেন নায়িকা।
ছবিগুলোর ক্যাপশনে তিনি লেখেন—‘লক্ষ্মীপেঁচা’।
ছবিতে দেখা গেছে, মধ্যরাতে দোলনায় খোশমেজাজে বসে আছে পরীমনি। এদিকে কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীর প্রশংসা করতে ভোলেননি।
এক নেটিজেন লিখেছেন, ‘অসাধারণ সুন্দর হয়েছে ছবিটি।
নামের সাথে তার অনেক মিল সত্যি সে পরীর মতো সুন্দর যথার্থ তার নাম।’
প্রসঙ্গত, সর্বশেষ পরীমনিকে দেখা গেছে কলকাতার সিনেমা ‘ফেলুবক্সী’-তে। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। অন্যদিকে শিগগিরই অভিনেত্রী অংশ নেবেন তার নতুন সিনেমা ‘গোলাপ’-এর শুটিংয়ে।
এই সিনেমার মধ্য দিয়ে চিত্রনায়কের সঙ্গে প্রথমবার পর্দায় হাজির হবেন তিনি।