গোপনে মা হওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুললেন বিদ্যা বালান

বিনোদন ডেস্ক
  ১০ অক্টোবর ২০২৩, ১১:৩৯

বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। ব্যক্তিগত জীবনে সিদ্ধার্থ রায় কাপুরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন তিনি। হয়েছেন। ২০১২ সালে তারা গাঁটছড়া বাঁধলেও এখনো সন্তান নেননি এই দম্পতি।অভিনেত্রী নিঃসন্তান বলেই জানতেন সকলে। তবে গোপনে মা হওয়ার গুঞ্জন উঠেছে অভিনেত্রী বিদ্যা বালানের বিরুদ্ধে। 
সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি বাচ্চা মেয়ের সঙ্গে তার ছবি ভাইরাল হয়। ছবিতে দেখা যায়, বিমানবন্দরে মেয়েকে আদর করছেন বিদ্যা। আর ছবির ক্যাপশনে লেখা ছিল ‘মিষ্টি মেয়ের সঙ্গে বিদ্যা।’ এর ফলে অনুরাগীদের মধ্যে গুঞ্জন আরও বাড়তে থাকে। 
সব জল্পনার অবসান ঘটিয়ে এ বিষয়ে মুখ খুলেছেন বিদ্যা বালান। ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে জানা যায়, এইচটি সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এ অভিনেত্রী বলেন ‘এটা আমার বোনের মেয়ে ইরা। ওরা জমজ ভাই-বোন। ছেলে রুহান আর মেয়ে ইরা।’ বিদ্যা সম্পর্কে খালা হলেও বোনের দুই সন্তানকে অনেক ভালোবাসেন। আদর করে এই দুইজন ‘টুইন লাইফলাইন’ বলে ডাকেন তিনি।
উল্লেখ্য, বিদ্যা বালান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘নিয়ত’। গত ৭ জুলাই মুক্তি পায় এটি। সিনেমাটিতে একজন নারী গোয়েন্দার চরিত্রে অভিনয় করেন বিদ্যা। তাছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখ।