আমেরিকায় পথচিত্র শিল্পে ডেট্রয়েট নগরীর স্বীকৃতি

ডেস্ক রিপোর্ট
  ০৯ মার্চ ২০২৫, ১৫:১৫

আমেরিকার অন্যতম জনপ্রিয় দৈনিক ইউএস টুডের পাঠকদের ভোটে ২০২৫ সালের সেরা পথচিত্র শিল্প প্রতিযোগিতায় ডেট্রয়েট শহরের বিভিন্ন রাস্তার চিত্রকর্ম সারা আমেরিকার মধ্যে ৪র্থ স্থান অর্জন করেছে। শহরের এই অনবদ্য শিল্পকর্মগুলি শহরের সংস্কৃতি ও ঐতিহ্যের এক নতুন পরিচয় তুলে ধরেছে, যা সারা বিশ্বের শিল্পপ্রেমীদের মনোযোগ আকর্ষণ করেছে।
ডেট্রয়েটের পথে পথে ছড়িয়ে ছিটিয়ে থাকা চিত্রকর্মগুলোর মধ্যে একটি অন্যতম আকর্ষণীয় স্থান হচ্ছে "সিটি ওয়াল ডেট্রয়েট মূরাল ম্যাপ"। এই ম্যাপটি অনলাইনে ব্রাউজ করলে, ডেট্রয়েট শহরের প্রায় ১০০টি অসাধারণ মূরাল এবং পথচিত্রের সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া, শহরের রোজা পার্ক ব্লুবার্ড এবং ওয়ারেন এভিনিউর ইন্টারসেকশনে রয়েছে চোখধাঁধানো চিত্রকর্ম, যা শহরের সৌন্দর্যকে নতুন মাত্রায় পৌঁছে দিয়েছে।
এই প্রতিযোগিতায় ফিলাডেলফিয়া  শহর প্রথম স্থান অধিকার করেছে। 
পথচিত্র শিল্প বর্তমানে আমেরিকার বড় বড় শহরগুলোর মধ্যে একটি জনপ্রিয় শিল্পকলার ধারায় পরিণত হয়েছে, যা শুধু চিত্রকলা নয়, বরং শহরের ইতিহাস, সংস্কৃতি এবং মানুষের জীবনযাত্রাকেও প্রভাবিত করে। এই শিল্পকলা বহু বছর ধরে আমেরিকান গানের ও নাটকের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, এবং এটি বিপুল সংখ্যক আমেরিকান নাগরিকের কাছে একটি চিরন্তন প্রিয় শিল্পের রূপে বিবেচিত।
ডেট্রয়েট শহরের এই অর্জন তার সাংস্কৃতিক বৈচিত্র্য এবং সৃজনশীলতার প্রমাণ, যা শহরের স্থায়ী ঐতিহ্য হয়ে উঠতে চলেছে।