মডেল মারিয়া কিসপট্টা। দুই দশকের বেশি সময় ধরে বাংলাদেশের প্রথম সারির র্যাম্প মডেল হিসেবে কাজ করছেন। ২০০৫ সাল থেকে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে কাজ করছেন মারিয়া। নতুন মডেল তৈরির জন্য মারিয়ার একটি গ্রুমিং স্কুলও রয়েছে।
বছর জুড়ে এসব কাজ নিয়ে ব্যস্ত থাকেন মারিয়া। মডেলিংয়ের পাশাপাশি টিভি অনুষ্ঠানও সঞ্চালনা করে থাকেন তিনি। ২০০৭ সালে একটি সিনেমায়ও অভিনয় করেন মারিয়া। কিন্তু সিনেমাটি মুক্তির পর মুখ থুবড়ে পড়ে। ক্যারিয়ার দীর্ঘ দিনের হলেও সেভাবে তার পরিচিতি নেই। কিন্তু খোলামেলা পোশাক, বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।
বিভিন্ন দেশের শোবিজ অঙ্গনে পরিচিত একটি শব্দ ‘সুগার ড্যাডি’। কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে এই শব্দটি উচ্চারণ করেন মারিয়া। ‘সুগার ড্যাডি’ কী তা ব্যাখ্যা করে তিনি বলেন, ‘মিডিয়ায় সুগার ড্যাডি বলতে ধনাঢ্য বয়স্ক ব্যবসায়ীদের বোঝানো হয়। যাদের অনেক টাকা, বয়স বেশি। তারা তখন অল্প বয়সী কোনো মডেলের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান। আর বিনিময়ে সেই মডেলকে দেন অনেক টাকা।’
মারিয়ার বাড়ি-গাড়ি না থাকার কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘সুগার ড্যাডির টাকা দিয়েই বছর দু-একের মধ্যে মডেলরা দামি বাড়ি-গাড়ির মালিক বনে যান। আমার ব্যক্তিজীবনে কোনো সুগার ড্যাডি নেই। আর এ কারণে আমার কোনো বাড়ি-গাড়িও নেই।’
এরপর ঢাকাই সিনেমার চিত্রনায়ক জায়েদ খানকে নিয়ে মন্তব্য করে আলোচনার জন্ম দেন মারিয়া। এক সাক্ষাৎকারে প্রশ্ন করা হয় যদি ঘুম ভাঙার পর জানতে পারেন জায়েদ খানকে বিয়ে করছেন। এ কথা শুনেই মারিয়া বলেন, ‘এটা দুঃস্বপ্নেও হবে না।’
এ সময় সঞ্চালক পাল্টা প্রশ্ন করেন তার জন্য এত মেয়েরা পাগল! জবাবে মারিয়া বলেন, ‘আমি হয়তো এতটা যোগ্য না, সুন্দর না। হয়তো জায়েদ খান আমাকে পছন্দও করবে না। সোজা কথা আমার চোখে ছানি পড়েনি। আমি জায়েদ খানকে দেখে কখনো পাগল হতে পারব না। জায়েদ খানের ভেতরে কোনো কোয়োলিটি নেই, যেটা নিয়ে আমি মুগ্ধ হবো।’
সম্প্রতি এক সাক্ষাৎকারে ঢালিউড কিং শাকিব খানকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন মারিয়া। উপস্থাপিকা তাকে প্রশ্ন করেন, এখন যদি আপনাকে বলা হয়, সুপারস্টার শাকিব খানের সঙ্গে সিনেমা করতে, আপনি কি করবে? এ প্রশ্নের উত্তরে মডেল মারিয়া পাল্টা প্রশ্ন করে বলেন, ‘কোন শাকিব? সাকিব আল হাসান?’ উপস্থাপিকা তখন ইংরেজিতে বলেন, উই আর টকিং অ্যাবাউট শাকিব খান। এ কথা শুনে বেশ অবাক হয়ে যান মারিয়া। প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘শাকিব খান! কী বললেন যেন প্রশ্নটা? শাকিব খান কেন হবে? কিসের জন্য? আমি কি ফিল্ম করতে চাই তার সঙ্গে?’
তখন উপস্থাপিকা বলেন, ‘প্রস্তাব আসলে কি অভিনয় করবেন না? জবাবে মারিয়া বলেন, ‘না, আমার তো বাচ্চা দরকার নেই। আমার তো বাচ্চা আছে। ইতোমধ্যে আমি দুই সন্তানের মা।’ মারিয়ার ধারণা, শাকিব খানের সঙ্গে কেউ সিনেমা করতে গেলেই তিনি সন্তান কোলে নিয়ে সামনে আসেন। এ মন্তব্য নিয়ে এখনো নেটদুনিয়ায় জোর চর্চা চলছে।
বিস্ফোরক মন্তব্য করার কারণে টানা খবরের শিরোনামে মারিয়া। নেটিজেনদের অনেকের মন্তব্য— আলোচনায় থাকার জন্য এসব মন্তব্য করে বেড়াচ্ছেন এই মডেল। কিন্তু আলোচনায় আসার জন্যই কি এসব করছেন মারিয়া?
এ প্রশ্নের জবাবে মারিয়া বলেন, ‘২১ বছর ধরে মিডিয়াতে কাজ করছি। আলোচনায় আসার জন্যই যদি এসব মন্তব্য করে থাকি, তাহলে এতদিন কেন করিনি? আমি আমার ক্যারিয়ারে একটা সম্মান, ফ্যাশন ইন্ডাস্ট্রির ভালো একটি অবস্থান চেয়েছিলাম। কিন্তু সেসব তো পেলাম না। যার কারণে এখন আমি মুখ খুলেছি। যার কারণে অনেক মানুষের কাছে সমালোচনার পাত্রী হয়ে গিয়েছি। অব্যশই আমাকে নিয়ে আমার পেছনে কেউ কিছু করেছে। অর্থাৎ অ্যাকশনের বিপরীতে আমি রিঅ্যাকশন দিয়েছি।’