‘আমার শেষ কথা’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ

বিনোদন প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৩, ১৩:২৬

চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় ‘আমার শেষ কথা’ সিনেমার প্রদর্শনী নিষিদ্ধ করেছে সরকার। সম্প্রতি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
এতে বলা হয়, কাকরাইলের ইস্টার্ন কমার্সিয়াল কমপ্লেক্সের মেসার্স সচেতন ফিল্ম মিডিয়া প্রযোজিত মো. ইসলাম মিয়া নির্মিত ‘আমার শেষ কথা’ চলচ্চিত্রটি চলচ্চিত্র সেন্সরশিপ আইন-১৯৬৩ এর ৪বি(১) উপধারা লঙ্ঘন করায় আপিল আবেদন নামঞ্জুর করা হলো।
এতে আরও বলা হয়, আপিল আবেদন নামঞ্জুর হওয়ায় চলচ্চিত্রটি সনদপত্রবিহীন হিসেবে গণ্য হবে। বাংলাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হলো এবং চলচ্চিত্রটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্তকরণসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে ‘আমার শেষ কথা’ সিনেমাটির শুটিং শুরু হয়। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক জয় চৌধুরী ও কাজী জারা। এছাড়াও রয়েছেন রেবেকা, বড়দা মিঠু, রিনা খান, টাইগার রবিসহ আরও অনেকে। গান লিখেছেন সুদীপ কুমার দীপ ও মুকুল নেত্রবাদী।