বাংলাদেশের চলচ্চিত্র জগতের সুপারস্টার শাকিব খান ও ইধিকা পাল অভিনীত ‘বরবাদ’ ছবি আগামী ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্রে ও ১৯ এপ্রিল কানাডায় মুক্তি পেতে যাচ্ছে। কানাডার অটোয়া, মন্ট্রিল ও টরেন্টোতে মুক্তি পাবে সিনেমাটি। ‘বরবাদ’ ছবি দিয়ে আন্তর্জাতিক বাজারে চলচ্চিত্র পরিবেশনায় যাত্রা শুরু করবে সুপারস্টার শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান ‘এসকে ফিল্মস’।
বুধবার (৯ এপ্রিল) স্থানীয় সময় সন্ধ্যা নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি রেস্তোরাঁয় এসকে ফিল্মস ইউএসএ-এর এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এসকে ফিল্মস ইউএসএ-এর সার্বিক তত্ত্বাবধানে থাকা গ্যালাক্সি মিডিয়ার সিইও বদরুদ্দোজা সাগর, ফারজানা আক্তারসহ অনেকে।
আমেরিকায় এই ছবিটি পরিবেশনার দায়িত্ব পেয়েছে এসকে ফিল্ম ডিস্ট্রিবিউশন কোম্পানির যুক্তরাষ্ট্রস্থ গ্যালাক্সি মিডিয়া।
ঈদুল ফিতরে দেশে মুক্তি পাওয়া বরবাদ ছবিটি ব্যাপক জনপ্রিয়তা ও ব্যবসা সফল হওয়ায় আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক সফলতা পাবে বলে জানান বদরুদ্দোজা সাগর। তিনি আরো জানান যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত স্টেটসহ নিউইয়র্ক সিটির একাধিক হলে সিনেমাটি মুক্তি পাবে। এই ইভেন্টে সহায়তা করছে গ্যালাক্সি মিডিয়া। ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার।
বদরুদ্দোজা সাগর বলেন, যুক্তরাষ্ট্র, কানাডার প্রবাসীরা ‘বরবাদ’ দেখার জন্য অনেক আগ্রহী। এসকে ফিল্মস ইউএসএ এসব দর্শকদের আগ্রহকে সম্মান জানিয়ে ১৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ১৯ এপ্রিল কানাডায় বরবাদ অফিশিয়ালি ইন্টারন্যাশনালি রিলিজ করছে। যেসব স্টেটে বাঙালী কমিউনিটি রয়েছে সেসব স্থানের থিয়েটার গুলোকে চলবে ‘বরবাদ’। প্রথম সপ্তাহে ৩৫ থেকে ৪০টি থিয়েটারে ‘বরবাদ’ চলবে।
জানা গেছে, ১৮ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের যেসব শহরে ‘বরবাদ’ চলবে সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, নিউ ইয়র্ক, বোস্টন, ভার্জিনিয়া, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, মিশিগান, সানফ্রান্সিসকো, লস এঞ্জেলেস, ম্যারিল্যান্ড, বাফেলো, ফিলাডেলফিয়া। এবং ১৯ এপ্রিল কানাডার বাঙালী জনবসতিপূর্ণ মন্ট্রিয়াল, অটোয়া এবং টরেন্টো এই তিন শহরে চলবে ‘বরবাদ’।
রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যানারে মেহেদী হাসান হৃদয় পরিচালিত ‘বরবাদ’ ছবিতে শাকিব খানের নায়িকা ইধিকা পাল। আরও আছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, যীশু সেনগুপ্ত, শ্যাম ভট্টাচার্য, মানব সাচদেভ প্রমুখ।
এছাড়াও প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস মধ্যপ্রাচ্য, ইউরোপ, অস্ট্রেলিয়া-তে এসকে ফিল্মস চলচ্চিত্র পরিবেশনার কাজ শুরু করবে।