বিশ্বজুড়ে হ্যারি পটার সিরিজের জনপ্রিয়তা নিয়ে নতুন করে বলার কিছু নেই। সিরিজের সবগুলো পর্বই বক্স অফিসে যেমন সুপারহিট হয়েছে তেমনি পেয়েছে প্রশংসা। চলচ্চিত্র সিরিজটিতে অভিনয় করে ড্যানিয়েল র্যাডক্লিফ, এমা ওয়াটসন এবং রুপার্ট গ্রিন্ট তারকা হয়ে উঠেছিলেন। তারকাখ্যাতি পেয়েছেন এই সিরিজে অভিনয় করা আরও অনেকেই।
এবার নতুন করে হ্যারি পটারকে নিয়ে আসতে যাচ্ছে এইচবিও। রিবুট এই প্রজেক্টে কারা অভিনয় করবেন সে নিয়ে কৌতুহলের শেষ নেই। এরইমধ্যে আলোচনায় এসেছে বড় বড় তারকাদের নাম। তবে হ্যারি, রন এবং হারমায়োনির চরিত্রে কারা অভিনয় করবেন তাদের নাম এখনো প্রকাশ হয়নি।
নতুন কাস্টিংয়ের ঘোষণায় প্রবীণ অভিনেতা জন লিথগোর নাম এসেছে হগওয়ার্টসের বুদ্ধিমান এবং জটিল প্রধান শিক্ষক আলবুস ডাম্বলডোরের চরিত্রের জন্য। টেলিভিশন এবং থিয়েটারে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য পরিচিত পাপা এসিয়েডু নির্বাচিত হয়েছেন সেভেরাস স্নেপ চরিত্রে। জানেট ম্যাকটিয়ারকে প্রফেসর মিনার্ভা ম্যাকগনাগল হিসেবে দেখা যাবে।
কমেডিয়ান এবং অভিনেতা নিক ফ্রস্ট অভিনয় করবেন রুবিয়াস হ্যাগ্রিডের চরিত্রে। লুক থ্যালন কাস্ট হয়েছেন প্রফেসর কুইরিনাস কুইরেলের চরিত্রে, যিনি হগওয়ার্টসের এক ভীতু কিন্তু গুরুত্বপূর্ণ চরিত্র। আর্গাস ফিলচের চরিত্রে অভিনয় করবেন পল হোয়াইটহাউজ, যিনি স্কুলের গম্ভীর কেয়ারটেকার।
সিরিজটির শো-রানার হিসেবে ফ্রান্সেসকা গার্ডিনার কাজ করবেন। তিনি সাকসেশন এবং হিজ ডার্ক ম্যাটিরিয়ালস-এর জন্য পরিচিত। মার্ক মাইলড সাকসেশন এবং গেম অফ থ্রোনস-এর জন্য প্রশংসিত। তিনি এই প্রজেক্টে এক্সিকিউটিভ প্রযোজক এবং পরিচালক হিসেবে যুক্ত থাকবেন।
তবে হ্যারি পটারের ভক্তরা তিন কেন্দ্রীয় ত্রয়ী- হ্যারি পটার, রন উইজলি এবং হারমায়োনি গ্রেঞ্জারের চরিত্রের কাস্টিংয়ের ঘোষণার অপেক্ষায় রয়েছেন।
জানা গেছে, এইচবিও সিরিজটির শুটিং আগামী বছরের শেষের দিকে শুরু করবে। আগামী বছরই এটি এইচবিও ম্যাক্সে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।