জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ আসরে শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে পুরস্কার পাচ্ছেন চঞ্চল চৌধুরী। ‘হাওয়া’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি এই পুরস্কার অর্জন করতে যাচ্ছেন। অন্যদিকে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে যৌথভাবে এই পুরস্কার পাচ্ছেন জয়া আহসান ও রিকিতা নন্দিনী শিমু। ৩১ অক্টোবর প্রজ্ঞাপন প্রকাশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে তথ্য মন্ত্রণালয়।
এতে জানানো হয়, ২০২২ সালে মুক্তি পাওয়া সিনেমার মধ্যে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়েছে যৌথভাবে দুটি ছবি। এরমধ্যে রয়েছে ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ ও ‘পরাণ’। তবে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা কেউ শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কারটি পাননি। এই পুরস্কার অর্জন করেছেন ‘শিমু’ নির্মাতা রুবাইয়াত হোসেন।
এবার আজীবন সম্মাননা পুরস্কার দেওয়া হচ্ছে দুই চলচ্চিত্রজনকে; অভিনেতা খসরু এবং অভিনেত্রী রোজিনা।
শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: ‘ঘরে ফেরা’
শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র: ‘বঙ্গবন্ধু ও ঢাকা বিশ্ববিদ্যালয়’
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা: নাসির উদ্দিন খান (পরাণ)
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী: আফসানা মিমি (পাপ পুণ্য)
শ্রেষ্ঠ কৌতুক চরিত্রে: দিপু ইমাম (অপারেশন সুন্দরবন)
শ্রেষ্ঠ শিশুশিল্পী: বৃষ্টি আক্তার (রোহিঙ্গা) ও মুনতাহা এমিলিয়া (বীরত্ব)
শিশুশিল্পী শাখায় বিশেষ পুরস্কার: ফারজিনা আক্তার (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
শ্রেষ্ঠ সংগীত পরিচালক: রিপন খান (পায়ের ছাপ)
শ্রেষ্ঠ গায়ক: বাপ্পা মজুমদার (অপারেশন সুন্দরবন) ও চন্দন সিনহা (হৃদিতা)
শ্রেষ্ঠ গায়িকা: আতিয়া আনিসা (পায়ের ছাপ)
শ্রেষ্ঠ গীতিকার: রবিউল ইসলাম জীবন (পরাণ)
শ্রেষ্ঠ সুরকার: শওকত আলী ইমন (পায়ের ছাপ)
সংগীতে পাওয়া শ্রেষ্ঠরা: রিপন খান, বাপ্পা মজুমদার, রবিউল ইসলাম জীবন, আতিয়া আনিসা, শওকত আলী ইমন ও চন্দন সিনহা
সংগীতে পাওয়া শ্রেষ্ঠরা: রিপন খান, বাপ্পা মজুমদার, রবিউল ইসলাম জীবন, আতিয়া আনিসা, শওকত আলী ইমন ও চন্দন সিনহা
শ্রেষ্ঠ কাহিনিকার: ফরিদুর রেজা সাগর (দামাল) ও খোরশেদ আলম (গলুই)
শ্রেষ্ঠ চিত্রনাট্যকার: মুহাম্মদ আব্দুল কাইউম (কুড়া পক্ষীর শূন্যে উড়া)
শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা: এস এ হক অলিক (গলুই)
শ্রেষ্ঠ সম্পাদক: সুজন মাহমুদ (শিমু)
শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: হিমাদ্রি বড়ুয়া (রোহিঙ্গা)
শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: আসাদুজ্জামান (রোহিঙ্গা)
শ্রেষ্ঠ শব্দগ্রাহক: রিপন নাথ (হাওয়া)
শ্রেষ্ঠ পোশাক ও সাজসজ্জা: তানসিনা শাওন (শিমু)
শ্রেষ্ঠ মেকআপম্যান: খোকন মোল্লা (অপারেশন সুন্দরবন)।
জানা গেছে, শিগগিরই প্রধানমন্ত্রীর সময় ও সম্মতি নিয়ে পুরস্কার প্রদানের তারিখ ও ভেন্যু প্রসঙ্গে জানানো হবে।