চলে গেলেন রূপবান সিনেমার তাজেল কন্যা চন্দনা

বিনোদন ডেস্ক
  ২২ মে ২০২৫, ২২:৫১

না ফেরার দেশে চলে গেলেন ষাট ও সত্তরের দশকের সিনেমা অভিনেত্রী চন্দনা চৌধুরী। সালাউদ্দিন নির্মিত  ‘রূপবান’ সিনেমায় তাজেল কন্যার ভূমিকায় অভিনয় করে রাতারাতি তারকা বনে যান এই অভিনেত্রী। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গ্রীন রোডে নিজ বাস ভবনে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন এই অভিনেত্রী। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭২ বছর।
চন্দনা চৌধুরীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন নির্মাতা ও চলচ্চিত্র সম্পাদক আবু মুসা দেবু।
তিনি বলেন, আজ বেলা সাড়ে ১১টায় হৃদক্রিয়া বন্ধ হয়ে নিজ বাসভবনে মারা যান চন্দনা। পরে তাকে রায়ের বাজার শ্মশানে শেষকৃত্য হয়। মৃত্যুকালে তিনি এক ছেলে দেবাশীষ বলকে রেখে যান। ছয় মাস আগে এই অভিনেত্রীর স্বামীও না ফেরার দেশে চলে গেছেন।
প্রসঙ্গত, চন্দনা শিশু বয়সে ফোক সিনেমায় চাহিদা সম্পন্ন অভিনেত্রী হিসেবে  আলোচিত ছিলেন। সূর্যকন্যা, ঘূর্ণিঝড়, পাতালপুরের রাজকন্যা প্রভৃতি সিনেমায় অভিনয় করে জনপ্রিয়তা অর্জন করেন। বিশেষ করে ‘রূপবান’ সিনেমায় তাকে তারকাখ্যাতি এনে দেয়। রূপবানের ভূত চেপেছিল তখন সর্বত্রই। রূপবান সিগারেট, রূপবান আলতা, রূপবান ঘুমের বটিকা, রূপবান মার্কা কেরোসিন তেল থেকে শুরু করে আরও কত কি!