রাশমিকার ভিডিও নিয়ে তোলপাড়

বিনোদন ডেস্ক
  ০৭ নভেম্বর ২০২৩, ১৮:৩৪

সমাজিকমাধ্যমের পাতায় সম্প্রতি ভাইরাল হয়েছে অভিনেত্রী রাশমিকা মান্দানার একটি আপত্তিকর ভিডিও। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি কালো পোশাক পরে লিফট থেকে বেরিয়ে আসছেন অভিনেত্রী। তার পরনের সেই পোশাক সাহসী তো বটেই, তবে বেশ কুরুচিকর। পোশাকের ডিপ নেকলাইনের কারণে স্পষ্ট রাশমিকার শরীরের উপরের অংশ। দৈর্ঘ্যের নিরিখে অভিনেত্রীর উরু পেরোয়নি সেই পোশাক। এ ভিডিও নিয়ে শুরু হয় তোলপাড়। কারণ সাধারণত এমন পোশাকে কখনো দেখা যায় না অভিনেত্রীকে। সেই ভাবনা থেকেই প্রথমে সন্দেহ জাগে অভিনেত্রীর অনুরাগীদের মনে। জানতে পারা যায়, এই ভিডিও’র নারী আসলে রাশমিকা নন। অন্য এক নারীর ভিডিওয় কারসাজি করে অভিনেত্রীর মুখ বসানো হয়েছে। এই তথ্য জানার পরেই অপরাধীর বিরুদ্ধে কড়া শাস্তির দাবি জানাতে শুরু করেন রাশমিকার অনুরাগীরা।
এবার একই দাবিতে সরব হলেন অমিতাভ বচ্চন। অপরাধীর বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপের পক্ষে সওয়াল করলেন বিগ বি। সমাজমাধ্যমে রাশমিকার ভিডিও ছড়িয়ে পড়ার কিছুক্ষণের মধ্যে জানা যায় ওই ভিডিও কৃত্রিম মেধা তথা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর ফসল। গোটা ঘটনাটি আসল ভিডিও সমেত সমাজমাধ্যমের পাতায় পোস্ট করা হলে তা রিপোস্ট করে বিগ বি আইনি ব্যবস্থা নেয়ার দাবি জানান। সমাজমাধ্যমের পাতায় বিগ বি লেখেন, এই বিষয়টা খুবই গুরুতর এবং এ নিয়ে আইনি ব্যবস্থা নেয়া দরকার।