লেডি অ্যাকশন নিয়ে পর্দায় আসছেন প্রকৃতি  

বিনোদন প্রতিবেদক
  ০৯ নভেম্বর ২০২৩, ১৬:৩৫

বর্তমান সময়ের অভিনেত্রী মানসী প্রকৃতি। ছোটপর্দার পাশাপাশি এখন চলচ্চিত্রেও নিয়মিত। আগামী ১০ নভেম্বর সারা দেশে মুক্তি পাচ্ছে ‘যন্ত্রণা’। এতে মানসীকে চিত্রনায়ক আদর আজাদের বিপরীতে দেখা যাবে। আব্দুল্লাহ জহির বাবুর গল্পে সিনেমাটি পরিচালনা করেছেন আরিফুর জামান আরিফ।
সিনেমাটি প্রসঙ্গে প্রকৃতি বলেন, লেডি অ্যাকশন গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। আমার চরিত্রের নাম পুষ্প। পুষ্পকে ঘিরেই গল্প এগিয়ে যাবে। অ্যাকশন চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছি। চরিত্রটি অনেক চ্যালেঞ্জিং। সিনেমাটিতে প্রচুর মারপিটের দৃশ্য আছে। চেষ্টা করেছি পর্দায় অ্যাকশন লেডির রুদ্রমূর্তি ফুটিয়ে তুলতে। আশা করছি, গল্প ও চরিত্র মিলিয়ে সিনেমাটি দর্শকের ভালো লাগবে।
‘শেষ কথা’ সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয়েছিল প্রকৃতির। এ ছাড়াও ‘জল শ্যাওলা’সহ আরো একটি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানে প্রকৃতির ‘দুই ঘণ্টা দশ মিনিট’ ও ‘রং রোড-আদুরী অধ্যায়’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।