সংসার ভাঙল উপস্থাপক রাফসান সাবাবের

বিনোদন ডেস্ক
  ১০ নভেম্বর ২০২৩, ১৫:৪৭

তিন বছরের মাথায় ভেঙে গেল জনপ্রিয় উপস্থাপক রাফসান সাবাবের সংসার। খবরটি তিনি নিজেই জানিয়েছেন। তার স্ত্রী ছিলেন চিকিৎসক সানিয়া এশা। প্রায় তিন বছর আগে বেশ ধুমধাম আয়োজনেই বিয়ে করেছিলেন তারা।
বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে নিজের বিবাহ বিচ্ছেদের খবর জানিয়েছেন রাফসান নিজেই। এই উপস্থাপক তার স্ট্যাটাসে উল্লেখ করেন, সানিয়া এশার সঙ্গের ৩ বছরের সম্পর্কের ইতি টেনেছেন তিনি।
স্ট্যাটাসে রাফসান লিখেছেন, ‘ভারাক্রান্ত হৃদয়ে আমাকে বলতে হচ্ছে যে, এশার সঙ্গে আমার সম্পর্কের ইতি। বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়াটা খুব সহজ ছিল না কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই আমার কাছে সেরা উপায় বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথ চলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
এসময় সবার উদ্দেশ্যে রাফসান বলেন, ‘আপনারা যদি এই বিষয়ে আমাদের গোপনীয়তাকে সম্মান করেন এবং আপনাদের শুভকামনায় রাখেন তাহলে কৃতজ্ঞ থাকব।’
এর আগে ২০২০ সালের অক্টোবরে চিকিৎসক সানিয়া এশার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন রাফসান সাবাব। তিন বছর সংসারের পর চলতি মাসে বিবাহ বিচ্ছেদের পথে হাঁটলেন এই জুটি।