বঙ্গমাতা লুকে প্রশংসিত জ্যোতিকা জ্যোতি

বিনোদন প্রতিবেদক
  ০৫ আগস্ট ২০২২, ১৬:৩৪

বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব। তাঁর জীবনী নিয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ‘বঙ্গমাতা’ শিরোনামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মিত হয়েছে। যেটি পরিচালনা করেছেন গৌতম কৈরি।

আগামী ৮ আগস্ট বঙ্গমাতার জন্মদিনে শিল্পকলা একাডেমিতে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। তার আগে বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ পেল স্বল্পদৈর্ঘ্যটির অফিশিয়াল পোস্টার। সেখানে বঙ্গমাতা লুকে সবার প্রশংসা কুড়িয়েছেন জ্যোতিকা জ্যোতি।

অনুভূতি জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বাংলাদেশের ইতিহাসের নিভৃত সৈনিক বঙ্গমাতা ফজিলাতুন নেছা। তার চরিত্রে অভিনয় করা নিঃসন্দেহে সৌভাগ্যের ব্যাপার। এ ধরনের একটি ঐতিহাসিক কাজের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’

খোরশেদ বাহারের উপন্যাস ‘বঙ্গমাতা, ইতিহাসের নিভৃত সৈনিক’ অবলম্বনে নির্মিত এ স্বল্পদৈর্ঘ্যটির চিত্রনাট্য করেছেন নাসরীন মুস্তাফা। এতে তুলে ধরা হয়েছে শেখ ফজিলাতুন নেছা মুজিবের ছোটবেলা থেকে ১৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন সময়ের ঘটনা।