কাজের বাইরে ব্যক্তিজীবন নিয়ে প্রায়ই আলোচনায় এসেছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। কখনো অপু বিশ্বাস, কখনওবা শবনম বুবলীকে জড়িয়ে। এবারও তেমনই এক বিষয়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে শাকিবের একটি সাক্ষাৎকার। যেখানে তার সন্তানের মা শবনম বুবলী ও নতুন সিনেমা নিয়ে বিভিন্ন কথা বলেন ঢালিউড কিং। এরপরই নেটদুনিয়ায় শুরু হয়েছে শাকিব-বুবলীকে নিয়ে আলোচনা।
শাকিবের মাধ্যমে সিনেমায় পা রেখেছিলেন বুবলী। এবং তার হাত ধরেই শুরু এই অভিনেত্রীর জনপ্রিয়তা পাওয়া। সেই শাকিবকেই তিনি এবার উল্টো প্রশ্নের মুখে ফেললেন। আজ সোমবার সকালে এই চিত্রনায়িকা জানালেন, শাকিবই তাকে নিয়ে আলোচনায় থাকছেন।
বুবলীর কথায়, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই “ভুয়া গুজব” সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এ রকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাংয়ের সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
বুবলীর এই স্ট্যাটাস শাকিবের দিকেই ইঙ্গিত করে- এমনটাই বলছে নেটিজেনরা। নায়িকার এমন মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘উনি “ভুয়া গুজব” সিনেমার পরিচালক! এভাবে বলা ঠিক না। ভদ্রলোক আপনার সন্তানের আব্বু।’ আরেকজন লিখেছেন, ‘রাইট খুবই সুন্দরভাবে উত্তর দিয়েছেন।’