১০০ পাউন্ডের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন পালন করলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীরা। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় এফডিসির জহির রায়হান ল্যাবরেটরির সামনে কেক কাটেন তারা।
এ সময় মশিউর রহমান রাঙ্গা এমপি, ১৯ সংগঠনের আহ্বায়ক চিত্রনায়ক আলমগীর, পরিচালক সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান, চিত্রনায়ক রিয়াজ, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন, নিপুণ, সহ-সম্পাদক সাইমন সাদিক, সাংগঠনিক সম্পাদক শাহানুর, কার্যকরী সদস্য জেসমিন, কেয়া, সাদিয়া মির্জা, জয়া চৌধুরীসহ ১৯ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে রিয়াজ ও নিপুণের সঞ্চালনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।