মোশাররফ করিম এর “হুব্বা“ ২ ফেব্রুয়ারী নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রের ৩০টি শহরে মুক্তি পাচ্ছে

বি্নোদন ডেস্ক
  ৩০ জানুয়ারি ২০২৪, ১২:৪৩

তুখোর জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত ব্রাত্য বসু পরিচালিত “হুব্বা“ মুক্তি পাচ্ছে আগামি ২রা ফেব্রুয়ারী নিউ ইয়র্ক সহ যুক্তরাষ্ট্রের প্রায় ৩০ টি শহরে। এমনটি জানিয়েছেন বায়োস্কোপ ফিল্মস এর কর্ণধার রাজ হামিদ এবং নাওশাবা রশিদ। উল্লেক্ষ্য, “হুব্বা” হবে যুক্তরাষ্ট্রে মুক্তিপ্রাপ্ত অভিনেতা মোশাররফ করিম এর সর্ব প্রথম ছবি। 
কোলকাতার সন্নিকটস্থ হুগলীর মাফিয়া ডন খ্যাত সন্ত্রাসী হুব্বা শ্যামল এর জীবনের উপর নির্মিত এই ছবি ইতিমধ্যে ঢাকা এবং কোলকাতায় দর্শক মহলে ব্যাপক সাড়া জাগিয়েছে।
বায়স্কোপ ফিল্মস এর কর্ণধারদ্বয়  রাজ হামিদ এবং নওশাবা রশিদ আরো জানান – “এই ছবিতে মোশাররফ করিম এর অভিনয় দুই বাংলায় ব্যাপক ভাবে প্রশংসিত হয়েছে, অনেকে বলছেন এটা মোশাররফ করিম এর এখন অব্দি শ্রেষ্ঠ কাজ। আমেরিকা এবং কানাডায় প্রবাসী বাঙ্গালী রা এই ছবিতে তার অভিনয় দেখতে পাবেন বড় পর্দায় বায়স্কোপ ফিল্মস এর পরিবেশনায়, এটা ভাবতেই খুব ভাল লাগছে।“


“হুব্বা“ মুক্তি উপলক্ষ্যে এক ভিডিও বার্তায় যুক্তরাষ্ট্র এবং কানাডায় বসবাস রত সকল বাংলা ভাষাভাষী দের উদ্দেশ্যে মোশাররাফ করিম বলেন – “সকল্ কে আমন্ত্রন ছবিটি দেখার জন্য, দেখলে আমরা অনুপ্রানিত হব, আমাদের ভাল লাগবে – জয় হোক বাংলা সিনেমার।“
ছবির পরিচালক এবং বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের শিক্ষা মন্ত্রী ব্রাত্য বসু বলেন, “হুব্বা“ ছবিটির স্ক্রিপ্ট মোশাররফ করিম কে মাথায় রেখেই করা হয়েছে। মোশাররফ করিম একজন সুক্ষ্ম, ডেলিকেট, ভেরসাটাইল এক্টর। তিনি শুধু বাংলাদেশ বা ভারতকে রিপ্রেসেন্ট করেন না, তার অভিনয় শৈলী গোটা দক্ষিন পূর্ব এশিয়ার একটা বড় সিগনেচার। “সকল দর্শককে হলে গিয়ে ছবিটি দেখবার আহবান জানিয়ে তিনি বলেন, “এটা বড় পর্দার ছবি – আপনারা বাংলা ছবির পাশেই থাকুন।“
“হুব্বা’র নির্মাণ প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিনিকেশন এর অন্যতম কর্ণধার ফিরদাউসুল হাসান বলেন, “আমরা বিশ্ব দরবারে ভাল ছবি নিয়ে আসতে চাই। আমাদের ভাল ছবিগুলো কেবল বাংলায় করা এবং দুই বাংলা কে নিয়েই। আমাদের ফিল্ম প্রতিষ্ঠানের আগামী দু’টা ছবিতেই আছেন এপার বাংলার দুই শক্তিমান অভিনেতা – “পদাতিক“ এ কিংবদন্তী পরিচালক মৃণাল সেন এর ভুমিকায় চঞ্চল চৌধুরী এবং তার পরের ছবি তে বাংলাদেশের টিভি পর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব  আসছেন “চালচিত্র“ ছবিতে । বায়োস্কোপ ফিল্মস “ হুব্বা “উত্তর আমেরিকার দর্শকদের কাছে নিয়ে আসছেন দেখে আমরা আনন্দিত।“
উল্লেখ্য, “হুব্বা“ ছবিতে আরো অভিনয় করেছেন শক্তিমান অভিনেতা ইন্দ্রনীল সেন গুপ্ত, এবং আরো আছেন লোকনাথ দে, তানিশা ইসলাম, মিঊজিক দিয়েছেন প্রাবুদ্ধ ব্যানারজি, ক্যামেরায় সৌমিক হালদার এবং পরিচালনা / স্ক্রিপ্ট  লিখেছেন অভিনেতা / পরিচালক ব্রাত্য বসু।
“হুব্বা” নিয় ইয়র্ক, লস আঞ্জেলেস, নিউ জার্সি, বোস্টন, ভারজিনিয়া, সান ফ্রান্সিস্কো, ডালাস, ওয়েস্ট পাম বীচ, আটলান্টা সহ আমেরিকার প্রায় ৩০টি শহরে মুক্ত পাচ্ছে বায়স্কোপ ফিল্মস এর পরিবেশোনায় ।
“হুব্বা“  ৯ ফেব্রুয়ারী টোরন্টো সহ কানাডার ৬ টি শহরে ও মুক্তির অপেক্ষায় আছে ।