কত টাকার মালিক অভিনেত্রী অঙ্কিতা 

বিনোদন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১১:৩৫

বলিউড অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। ব্যক্তিগত জীবনে প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ৭ বছর সম্পর্কে থাকার পর ভেঙে যায় এ সম্পর্ক। এরপর তিন বছর প্রেম করার পর ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন এই অভিনেত্রী।
আপাতত অভিনয় আর সংসার নিয়ে ব্যস্ত অঙ্কিতা। সালমান খান সঞ্চালিত বিগ বসের শেষ সিজনে অংশ নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন তিনি। কয়েক দিন আগে এ শোয়ের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। সেরা পাঁচ প্রতিযোগীর একজন ছিলেন অঙ্কিতা। বিগ বসের ঘরে গিয়ে নানারকম বিতর্কিত কর্মকাণ্ড করে এখনো আলোচনায় রয়েছেন এই অভিনেত্রী।
শোবিজ অঙ্গনে পা রেখে পরিচিতির পাশাপাশি অর্থ সম্পদেরও মালিক হয়েছেন অঙ্কিতা। কিন্তু কত টাকার মালিক এই অভিনেত্রী? তার আগে বলা প্রয়োজন কয়েকটি বিলাসবহুল গাড়ির মালিক অঙ্কিতা। এ তালিকায় রয়েছে—
পোর্শে ৭১৮ বক্সস্টার
অঙ্কিতা লোখান্ডের গ্যারেজে রয়েছে পোর্শে ৭১৮ বক্সস্টার মডেলের বিলাসবহুল একটি গাড়ি। এ গাড়ির মূল্য ১.৪৮ কোটি রুপি থেকে ২.৭৪ কোটি রুপি।
জাগুয়ার এক্সএফ
অঙ্কিতা জাগুয়ার এক্সএফ মডেলের একটি গাড়ি ব্যবহার করেন। পাঁচ সিটের এ গাড়ির মূল্য ৭১.৬০ লাখ থেকে ৭৬ লাখ রুপি।
মার্সিডিজ-বেঞ্জ ভি ক্লাস
অঙ্কিতার গ্যারেজে মার্সিডিজ ব্র্যান্ডেরও একটি গাড়ি রয়েছে। মার্সিডিজ-বেঞ্জ ভি ক্লাস মডেলের এ গাড়ির মূল্য ১.৪৬ কোটি রুপি।
সিয়াসাত ডটকম জানিয়েছে, অঙ্কিতা লোখান্ডের বেশ কটি আয়ের উৎস রয়েছে। যেমন— টিভি সিরিয়াল, বিজ্ঞাপন এবং সোশ্যাল মিডিয়া। সবকিছু মিলিয়ে মোট ২৫ কোটি রুপির (৩২ কোটি ৯১ লাখ টাকার বেশি) মালিক এই অভিনেত্রী।
রিয়েলিটি শো দিয়ে অঙ্কিতার শোবিজ অঙ্গনে পথচলা শুরু। এরপর ‘পবিত্র রিশতা’ টিভি ধারাবাহিকে অভিনয় করে খ্যাতি লাভ করেন তিনি। বড় পর্দাতেও অভিনয় করছেন। কঙ্গনা রাণৌত অভিনীত ‘মণিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন এই অভিনেত্রী। টাইগার শ্রফ ও শ্রদ্ধা কাপুর অভিনীত ‘বাঘি-থ্রি’ সিনেমাতেও দেখা গেছে তাকে।