রেড সির গোল্ডেন গ্লোবস গালায় সালমান খান-ইদ্রিস এলবা এক ফ্রেমে

বিনোদন ডেস্ক
  ১২ ডিসেম্বর ২০২৫, ২২:২০

প্রাচীন ঐতিহ্যের নগরী সৌদি আরবের জেদ্দার আলবালাদ। যে শহরকে বলা হয় মধ্যপ্রাচ্যের বাণিজ্যের প্রাণকেন্দ্র। ইতিহাস, সংস্কৃতি আর বিশ্বায়নের অপূর্ব মিশেল এই শহরটিতে গত পাঁচ বছর ধরে জড়ো হন বিশ্বের সেরা চলচ্চিত্রকার, তারকা আর সৃষ্টিশীল ব্যক্তিরা। রেড কার্পেটে হাঁটেন, ঝলক ছড়ান বহিরাগত পোশাকে, আর সিনেমার শক্তিকে উদযাপন করেন এক মহোৎসব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে।
এবার উৎসবটির পঞ্চম আসর বসেছে। আগের মতো এবারও বলিউড–হলিউড তারকাদের জমজমাট উপস্থিতিতে উৎসবের আবহ আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। সেই তারকাদের তালিকায় আছেন বলিউড ভাইজান সালমান খানও। ফেস্টিভ্যালের গোল্ডেন গ্লোবস ডিনারে সালমানের সঙ্গে হলিউড তারকা ইদ্রিস এলবারকেও দেখা গেল এক ফ্রেমে।
সন্ধ্যার বিভিন্ন ছবিতে দেখা যায়-সালমান খান ইদ্রিস এলবা, এডগার রামিরেজ, ওলগা কুরিলেঙ্কো, ইমাদ ইস্কান্দারসহ আরও বহু আন্তর্জাতিক তারকার সঙ্গে পোজ দিচ্ছেন। কালো স্যুট, কালো টাই আর ক্লাসিক স্টাইলিংয়ে সজ্জিত সালমান পুরো সময়টিই ছিলেন হাসিখুশি-অতিথিদের সঙ্গে কথা বলেছেন, শুভেচ্ছা বিনিময় করেছেন এবং ক্যামেরার সামনে দিয়েছেন মনোমুগ্ধকর সব ফ্রেম।
সৌদি আরব সম্পর্কে অনুভূতি জানাতে গিয়ে সালমান বলেন, আমি এখানে আসতে খুব ভালোবাসি। সৌদিকে আমি পছন্দ করি। এখানকার সংস্কৃতি অনেকেরই ভালো লাগে। আমি এখন বেশ ঘনঘন আসছি, তাই ভালোই লাগছে।’
উৎসবে আলিয়া ভাট যে বড় সম্মান পেয়েছেন, তা নিয়েও তিনি দারুণ খুশি। তাঁর ভাষায়, আলিয়া ভাট-অসাধারণ! শুধু সৌদিই এমনটা করতে পারত। তারা খুব দ্রুত এগিয়ে যাচ্ছে; দারুণ ব্যাপার। ভালো লাগে যে তারা নিজেদের সেরাটা নিয়ে আমাদের সংস্কৃতির সঙ্গে মিলিয়ে কাজ করছে।”
এদিকে সালমান শেষ করেছেন জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’–এর সঞ্চালনা। এখন তিনি ব্যস্ত তাঁর নতুন ছবি ‘ব্যাটেল অব গালওয়ান’ এর জন্য প্রস্তুতি নিচ্ছেন।। অপূর্ব লাখিয়ার পরিচালনায় নির্মিত এই ছবিতে ২০২০ সালের ভারত–চীন সংঘর্ষকে চলচ্চিত্রায়িত করা হয়েছে। ছবিতে সালমান অভিনয় করছেন কর্নেল বি. সন্তোষ বাবুর ভূমিকায়। যিনি ১৬ বিহার রেজিমেন্টের কমান্ডিং অফিসার ছিলেন।