‘ইতিহাস’খ্যাত অভিনেতা কাজী মারুফ। দীর্ঘদিন ধরেই বসবাস করছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বসবাস করলেও থেমে নেই তার অভিনয়ের ভাবনা-চিন্তা। এবার সেই সুদূর যুক্তরাষ্ট্র থেকে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের সুখবর দিলেন মারুফ।
জানালেন, ‘গ্রিন কার্ড’ নামে একটি সিনেমা নির্মাণ করেছেন তিনি। ফিল্ম ফ্যাক্টরির ব্যানারে বাংলা ও হিন্দি ভাষায় এটি নির্মাণ করা হয়েছে বলেও জানান তিনি।
কাজী মারুফ বলেন, ‘দর্শক-ভক্তরা এবার আমাকে নির্মাতা হিসেবে দেখবে। “গ্রিন কার্ড” হচ্ছে আমার প্রথম নির্মিত সিনেমা। ইতিমধ্যেই এর কাজ শেষ হয়েছে। এটাই প্রথম কোনো বাংলা সিনেমা, যার পুরোটা শুটিং হয়েছে যুক্তরাষ্ট্রে।’
তিনি আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে বসবাসরত বাঙালিদের জীবনের গল্প তুলে ধরা হয়েছে এই সিনেমায়। এখন মুক্তির জন্য প্রস্তুতি নিচ্ছি আমি। আশা করি, এ মাসের শেষ সপ্তাহে বা মার্চের প্রথম সপ্তাহে দেশে ফিরব। তারপর মুক্তির যাবতীয় প্রস্তুতি শেষ করব।’
‘গ্রিন কার্ড’ সিনেমার গল্প ও চিত্রনাট্য করেছেন কাজী মারুফ নিজেই। অভিনয়ও করেছেন তিনি। এতে আরও অভিনয় করেছেন যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি মডেল, ফ্যাশন ডিজাইনার ও কোরিওগ্রাফার নুসরাত তিসাম ও নাজিদা সৈয়দ। এছাড়াও আছেন নওশীন, হিল্লোল, শিরিন বকুল, শিল্পীশিল্পী কাজী আরিশা, রাফি আহমেদ, আকাশ রহমানসহ অনেকে।