ভালোবাসা দিবসে মা হওয়ার খবর দিলেন অভিনেত্রী ঈশানা

বিনোদন ডেস্ক
  ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০০:২৬

মা হলেন লাক্স তারকা অভিনয়শিল্পী ঈশানা খান। গত ৯ ফেব্রুয়ারি ভোরে অস্ট্রেলিয়ার একটি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। সারিফ-ঈশানা দম্পতির এটি প্রথম সন্তান।
আজ বিশ্ব ভালোবাসা দিবস। বিশেষ এই দিনে ফেসবুক স্ট্যাটাসে আনন্দের খবরটি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন ঈশানা। কয়েকটি ছবি পোস্ট করে ঈশানা লেখেন, ‘ভালোবাসা এবং আনন্দের এই বিশেষ দিনে আমাদের পুত্র সায়েশান চৌধুরীর আগমনের খবর জানাতে পেরে আমরা গর্বিত। আপনারা আমার সন্তানের জন্য দোয়া করবেন।’


ঈশানা তার বরের উদ্দেশ্যে লেখেন, ‘আমার প্রিয় স্বামী সারিফ, প্রথমবার যখন ছেলেকে বুকে জড়িয়ে নিলে, তখন তোমার চোখে বিশুদ্ধ ভালোবাসা ও আনন্দের জল দেখেছি। ওই সময়ে উপলদ্ধি করেছি, আমি তোমাকে আরো বেশি ভালোবাসি।’
গত বছরের ১৫ নভেম্বর বেবি বাম্পের ছবি প্রকাশ করে মা হতে যাওয়ার খবর জানান ঈশানা। ১৬ নভেম্বর বিকালে রাইজিংবিডির সঙ্গে আলাপকালে মা হতে যাওয়ার কথা নিশ্চিত করেছিলেন ঈশানা।
২০১৯ সালের জুলাইয়ে অস্ট্রেলিয়া প্রবাসী সারিফ চৌধুরীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ঈশানা খান। তারপর স্বামীর সঙ্গে অস্ট্রেলিয়া পাড়ি জমান এই অভিনেত্রী। এরপর থেকে সেখানে স্থায়ীভাবে বসবাস করছেন ঈশানা।
২০০৯ সালে লাক্স সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিয়ে প্রথম রানার আপ নির্বাচিত হন ঈশানা। এরপর বিজ্ঞাপন, নাটক, টেলিফিল্মে কাজ করে দর্শকপ্রিয়তা লাভ করেন। ঈশানার বর সারিফ অস্ট্রেলিয়ায় ন্যাশনাল ব্রডব্যান্ড নেটওয়ার্কে (এনবিএন) নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন।