ঢালিউডের ব্যস্ত অভিনেত্রী শবনম ইয়াসমিন বুবলী প্রথমবারের মতো কাজ করছেন টালিউডের সিনেমায়। ‘ফ্ল্যাশব্যাক’ শিরোনামের এ ছবিতে কাজ করে দারুণ উচ্ছ্বসিত অসংখ্য হিট ছবির এই নায়িকা। প্রযোজনা কলকাতার হলেও নির্মাণ করেছেন বাংলাদেশি তরুণ পরিচালক রাশেদ রাহা। আবার ছবির গল্পও লিখেছেন দেশীয় শোবিজের চিত্রনাট্যকার খায়রুল বাসার নির্ঝর। তবে পর্দায় বুবলী সহশিল্পী হিসেবে পেয়েছেন কিংবদন্তি কৌশিক গাঙ্গুলী ও হাল তারকা সৌরভ দাসকে।
শনিবার সন্ধ্যায় কলকাতার একটি হোটেলে হাজির অনেকটা আনন্দঘন পরিবেশে ছবিটির টিজার প্রকাশ করা হয়। টিজার প্রকাশ অনুষ্ঠানে ছবির অন্যান্য শিল্পী-কুশলীদের সঙ্গে শামিল হতে ঢাকা থেকে কলকাতায় যান বুবলী। সেখানে তিনি ছবির পাশাপাশি আরও বিভিন্ন প্রসঙ্গে কথা বলেছেন। পাশাপাশি ভালো গল্প, চরিত্র ও চিত্রনাট্য পেলে কলকাতার সিনেমাতেও নিয়মিত হওয়ার আভাস দেন লাস্যময়ী তারকা বুবলী।
সংবাদ পাঠিকা থেকে সফল চিত্রনায়িকা বনে যাওয়া শবনম বুবলী টিজার প্রকাশ অনুষ্ঠানে বলেন, ‘টালিউডের সিনেমায় এটি আমার প্রথম অভিনয়। শুটিং শুরুর দিনে প্রিয় মানুষের সঙ্গে দেখা হয়েছিল, শেষেও এই মানুষের সঙ্গে দেখা হলো। খুব ভালো লাগছে। এত সুন্দরভাবে এখানকার মানুষ আমাকে স্বাগত জানিয়েছে, যা সারাজীবন আমার কাছে প্রাপ্তি হয়ে থাকবে। আশা করি এই যাত্রাটা অব্যাহত থাকবে। মনের মতো পরিচালক ও গল্প পেলে নিয়মিত এখানকার ছবি করতে কোনো আপত্তি নেই।’ বুবলী বলেন, কলকাতার নতুন নতুন আরও কয়েকটি প্রজেক্টের ব্যাপারে কথা চলছে। চূড়ান্ত হলে তবেই সুখবর দেবেন।
টিজার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেতা-নির্মাতা কৌশিক গাঙ্গুলীও। বুবলীকে নিয়ে ছবি করা প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের অভিনেত্রী জয়া আহসানকে নিয়ে ছবি করেছি। এবার ছবি করলাম বুবলীর সঙ্গে। পরে বুবলীকে নিয়ে সিনেমা করার কথা ভাবব।’ গাঙ্গুলীর এমন কথা শুনে আর দেরি করলেন না বুবলী। সঙ্গে সঙ্গে বলে উঠলেন, ‘ডাক পেলেই দৌড়ে ছুটে আসব।’
অনুষ্ঠানে শাকিব খানের প্রসঙ্গও উঠে আসে একপর্যায়ে। এক সংবাদকর্মী বুবলীর কাছে জানতে চান, তার কলকাতার প্রথম ছবি নিয়ে শাকিব কিছু বলেছেন কি না। বুবলী জবাব দিলেন এভাবে, ‘আসলে তার শুভকামনা ও ভালোবাসা অবশ্যই সব সময় থাকে। কারণ আমার ক্যারিয়ার শুরু হয়েছে তার হাত ধরে। ওনার মাধ্যমেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমার পথচলা শুরু। তো তিনি অনেক কিছুই আমাকে দেখিয়েছেন, শিখিয়েছেন। আমি টানা পাঁচ বছর তার সঙ্গেই তো কাজ করেছি। আর এখন তো পরিবারের অংশ। তাই সেখান থেকে শুভকামনা ও ভালোবাসা সব সময়ই থাকে।’
কথার ধারাবাহিকতায় সম্প্রতি প্রকাশ্যে আসা শাকিবের নতুন ছবি ‘দরদ’-এর পোস্টার নিয়েও প্রশংসাও করেন বুবলী। ‘ফ্ল্যাশব্যাক’ ছবিটি প্রযোজনা করেছে ব্লু হোয়েল এন্টারটেইনমেন্ট ও বিগ আর এন্টারটেইনমেন্ট। সিনেমায় কৌশিক গাঙ্গুলী, শবনম বুবলী, সৌরভ দাস ছাড়াও আছেন টালিউডের প্রভাবশালী অভিনেতা রজতাভ দত্ত। চলতি বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।