উর্বশী রাউতেলাকে চার কোটির কেক উপহার

বিনোদন ডেস্ক
  ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৭

বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলাকে সোনার তৈরি কেক উপহার দিলেন ভারতের জনপ্রিয় র‌্যাপার হানি সিং। রোববার ছিল উর্বশীর জন্মদিন। এ উপলক্ষে বিশেষ উপহারটি দিয়েছেন হানি সিং। কেকটির দাম প্রায় চার কোটি টাকা। হানি সিং বলেন, উর্বশীর মতো গ্লোবাল সুপারস্টার রাজকীয় ট্রিট প্রাপ্য। তার মতো সুন্দরীও দুনিয়ায় বিরল। যার কারণে এই বিশেষ কেকটি তাকে উপহার দেয়ার সিদ্ধান্ত নিই।