ফ্ল্যাট থেকে মিলল লোকসংগীত শিল্পী আঁচল প্যাটেল ওরফে আঁচল রাঘওয়ানির (২২) মরদেহ। হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বুধবার (৬ মার্চ) ভারতের বারানসির উত্তরপ্রদেশের শিবপুর থানার এলাকায় একটি ফ্ল্যাট থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
আঁচলের ভাই বিকাশের দাবি, বোনকে তার স্বামী দীপক ও এক নারী মিলে খুন করেছেন। বোনজামাই ও সেই নারীর নামে শিবপুর থানায় অভিযোগ জানিয়েছেন বিকাশ।
দীপক তার স্ত্রীকে অত্যাচার করতেন বলে জানান তিনি।
আর সেই অভিযোগের ভিত্তিতে গায়িকার স্বামী ও ওই নারীকে আটক করেছে শিবপুর থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গায়িকার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। আটকদের জিজ্ঞাসাবাদ চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন সেই প্রতিবেদনের জন্য অপেক্ষা করা হচ্ছে।
গায়িকা আঁচলের বাবার বাড়ি বারানসির ঢেলওয়ারিয়া এলাকায়। স্বামী দীপকের সঙ্গে শিবপুর থানা এলাকায় থাকতেন তিনি।
জানা গেছে, দীপকের সঙ্গে তিন বছর আগে বিয়ে হয়েছে আঁচলের। তাদের ফ্ল্যাটে সচরাচর বাইরের মানুষ আসতেন। দীপক স্ত্রীকে অত্যাচার করতেন বলে জানানো হয়েছে পুলিশকে।