সদ্যই নির্বাচনে লড়ার টিকিট পেলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। বিজেপি থেকে আসন্ন লোকসভা নির্বাচনে লড়বেন অভিনেত্রী। কঙ্গনার রাজনীতিতে পদার্পণকে ভক্তরা স্বাগত জানালেও রাজনৈতিক অঙ্গনের প্রতিপক্ষের আক্রমণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে। বিজেপির টিকিট পাওয়া মাত্রই কঙ্গনাকে যৌনকর্মীর সঙ্গে তুলনা করে মন্তব্য করে বসলেন কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ।
কঙ্গনা বহুদিন ধরেই জানিয়ে এসেছন, বিজেপি টিকিট দিলে লোকসভা ভোটে লড়তে চাই। আর রবিবারই নিজের কাঙ্ক্ষিত উপহার পেয়ে গেলেন অভিনেত্রী। নিজ জন্মভূমি হিমাচল প্রদেশের মাণ্ডি থেকে বিজেপির প্রার্থী হচ্ছেন বলিউড অভিনেত্রী। কঙ্গনার বহুদিনের স্বপ্ন ছিল এটাই।
তবে কঙ্গনা যেখানে থাকবেন, বিতর্ক উঠবে সেখানেই। এবার রাজনীতির মাঠে নেমেই বিতর্কের পানি গায়ে মাখলেন অভিনেত্রী।
কংগ্রেস নেত্রী সুপ্রিয়া শ্রীনাথ কঙ্গনা রানাওয়াতের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। অভিনেত্রীকে খোলামেলা পোশাকের সেই ছবি শেয়ার করে সুপ্রিয়া লিখেছেন, ‘মাণ্ডিতে কী দাম চলছে এখন একটু বলবেন?’ নেত্রীর এমন মন্তব্য থেকেই স্পষ্ট তিনি কঙ্গনাকে কোন চোখে দেখছেন।
মূলত একজন যৌনকর্মীর সঙ্গেই তুলনা করেছেন অভিনেত্রীকে।
নেত্রীর এমন কাণ্ডে হতবাক সবাই। তবে এই পোস্ট নজরে এসেছে কঙ্গনারও। বলিউডের ঠোঁটকাটা অভিনেত্রী বলে পরিচিত কঙ্গনাও উচিত জবাব দিয়েছেন নেত্রীকে। সামাজিক মাধ্যমে অভিনেত্রী লিখেছেন, ‘সম্মানীয় সুপ্রিয়া দেবী, আমার গত ২০ বছরের কেরিয়ারে আমি বিভিন্ন ধরনের নারীদের চরিত্রে অভিনয় করেছি।
কুইন ছবিতে সাধারণ একটি মেয়ে থেকে ধাকাড়-এ দুর্দান্ত দেখতে চর, মণিকর্নিকায় ঈশ্বর থেকে চন্দ্রমুখীতে ভূতের চরিত্রেও অভিনয় করেছি। রাজ্জোতে বেশ্যার চরিত্রে অভিনয় করেছি, এমনকি থালাইভিতে নেত্রীর চরিত্রেও পর্দায় ধরা দিয়েছি। গালিগালাজ করার জন্য যৌনকর্মীদের কথা না টানাই ভালো। প্রতিটা নারীর মর্যাদা প্রাপ্য।’
এদিকে বিজেপির পক্ষ থেকে ২৪ মার্চ রাতে প্রকাশ্যে আনা হয় তাদের পঞ্চম প্রার্থীতালিকা। আর সেখান থেকেই জানা গেল, কঙ্গনা রানাওয়াত এবার সত্যি সত্যিই বিজেপির পক্ষ থেকে টিকিট পেয়েছেন। তিনি লড়ছেন আসন্ন লোকসভা নির্বাচনে।