শাহরুখ-গৌরীর প্রেম-বিয়ে সিনেমার গল্পকেও হার মানাবে। সিনেমা স্টাইলে গৌরীকে বিয়ে করেন বলিউড বাদশা। দিন গড়িয়ে বহু বছর পেরিয়ে গেলে শাহরুখের সঙ্গে সম্পর্কের গুঞ্জন তৈরি হয় প্রিয়াঙ্কা চোপড়াকে নিয়ে। সেসময় শাহরুখ-গৌরীর বিচ্ছেদের কথাও শোনা গিয়েছিল।
বহু বছর আগে বলিপাড়ার ঝলমলে খবরের শিরোনাম হয় শাহরুখ খান ও প্রিয়াঙ্কা চোপড়ার প্রেম। শোনা যায়, তারা একটি সিনেমার কাজ করতে গিয়ে মন দিয়েছিলেন একে অপরকে।
যদিও সম্পর্ক নিয়ে তারা কোনও দিন প্রকাশ্যে মুখ খোলেননি, তবে পরকিয়ার জল্পনা ছিল তুঙ্গে। বহু সংবাদ মাধ্যমে শিরোনাম হয়েছিল প্রিয়াঙ্কার জন্য ঘর ভাঙছে শাহরুখ খানের। যদিও এমনটা ঘটেনি। তবে বলিউডের আকাশে বাতাসে এই জুটির সম্পর্কের খবর মুহূর্তে হয়ে গিয়েছিল ভাইরাল।
তবে শুধু প্রেমের কথাই প্রকাশ হয়নি, প্রকাশ হয়েছিল তাদের বিয়ের খবরও। ভারতীয় এক সংবাদ মাধ্যমে খবর রটেছিল, ২০১৩ সালে তারা নাকি টরন্টোতে গিয়ে বিয়ে করেন। জুম-এ প্রকাশিত এক খবর অনুযায়ী, ইসলাম মতে বিয়ে করেন তারা। শোনা যায় ‘ডন ২’ ছবির শুটের সময়ই তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। যদিও শাহরুখ খান এই বিষয় কোনওদিন কোনও মন্তব্য করেননি।
এসব খবর প্রকাশের পর, শাহরুখের সংসারে শুরু হয় তুমুল অশান্তি। পরবর্তীতে তাদের মধ্যে সম্পর্ক স্থায়ী হয়নি। বহু বছর পর একটি কনসার্টে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে একসঙ্গে ছবির খবর এখনও মেলেনি। তবে এই জল্পনা প্রসঙ্গে যখন শাহরুখ খানকে প্রশ্ন করা হয়, তিনি বলেছিলেন, ”এটা ভীষণ দুঃখের। সত্যি দুঃখিত আমি। ও আমার ভীষণ ভাল বন্ধু। কাছের বন্ধু। তাই এগুলো শুনলে খারাপ লাগে।”