বিগত ঈদগুলোতে প্রায় টিভি চ্যানেলেই একাধিক নাটক নিয়ে হাজির হয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তবে এবার সেই ধারাবাহিকতা রক্ষা করেননি এই অভিনেত্রী। এই ঈদে হাতেগোনা কিছু নাটকে দেখা যাবে তাকে।
ঈদের দ্বিতীয় দিন রাত ৮টায় মাছরাঙা টিভিতে প্রচার হবে ফারিণ অভিনীত নাটক ‘হোমমেট’। মোসাব্বের হোসেন মুয়ীদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন মাবরুর রশিদ বান্নাহ। এতে ফারিণের বিপরীতে দেখা যাবে অভিনেতা তৌসিফ মাহবুবকে।
নাটকটির গল্পে দেখা যাবে, সাব্বির অনেক বছর ধরে থাইল্যান্ডে আছে। তার মা-বাবা বেঁচে নেই। দেশে তার বড় বোন আছে। বড় বোন প্রতিদিন তাকে দেশে এসে মেয়ে দেখতে বলে, কিন্তু সাব্বির সেইসবে কানই দেয় না। একদিন সাব্বিরের বোন তাকে কল করে জানায় যে তার এক বান্ধবীর ছোট বোন থাইল্যান্ডে পড়াশোনার সুবাদে আছে। সে যেন সেই মেয়ের সাথে দেখা করে। সাব্বির আপত্তি জানায়। এদিকে সাব্বির থাইল্যান্ডের বিভিন্ন রাস্তায় রুমমেট দরকারের বিজ্ঞাপন দিয়ে পোস্টার লাগায়। কারণ ফ্ল্যাটমেট থাকলে তার টাকা সাশ্রয় হবে। ঠিক তখন তার ফ্ল্যাটমেট হয়ে আসে জাইমা। কিন্তু প্রতিদিন ঝগড়া হয় দু’জনের। একদিন জাইমা জানিয়ে দেয় সে আর এখানে থাকবে না! সাব্বির বিপাকে পড়ে যায়।