ঈদ আয়োজনের অংশ হিসেবে দেশের একটি বেসরকারি টেলিভিশন স্টুডিওতে হাজির হচ্ছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী শবনম বুবলী।
ঈদের আগেই আলোচিত-সমালোচিত বিষয়গুলো নিয়ে অসংখ্য প্রশ্নের জবাব দিয়েছেন ক্যামেরার সামনে।যেখানে রয়েছে ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্নের উত্তরও। শাকিব খান ও বিয়ের প্রশ্নে বুবলী দাবি করেছেন, তিনি এখন শাকিব খানের স্ত্রী। তাদের বিচ্ছেদ ঘটেনি। যদিও এক ছাদের তলায় থাকছেন না তারা। ‘বলা না–বলা’ নামের সেই অনুষ্ঠানের সঞ্চালক কামরুজ্জামান বাবু বলেছেন, ‘দর্শকদের চাহিদার কথা শতভাগ মাথায় রেখে ঈদকে সামনে রেখে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। এখানে প্রাণখুলে নানা বিষয়ে কথা বলেছেন বুবলী। আমার বিশ্বাস অনুষ্ঠানটি দর্শক বেশ উপভোগ করবেন। কারণ সাম্প্রতিক সময়ে বুবলীকে নিয়ে ঘটে যাওয়া নানা ইস্যুও উঠে এসেছে এই আলাপে। ’
উল্লেখ্য, এবারের ঈদে মুক্তি পেতে যাচ্ছে বুবলীর আলোচিত সিনেমা ‘দেয়ালের দেশ’ ও ‘মায়া’। এর মধ্যে ‘দেয়ালের দেশ’ সিনেমাতে সবচেয়ে বেশি সাড়া ফেলেছেন বুবলী-শরীফুল রাজ জুটি।