বলিউডের ড্রিমগার্ল খ্যাত অভিনেত্রী হেমা মালিনী তৃতীয় বারের মতো লোকসভা নির্বাচনে মথুরা আসনের প্রার্থী। সম্প্রতি তিনি নির্বাচনের প্রচারণার অংশ হিসেবে উত্তর প্রদেশের মথুরার একটি ফসলের ক্ষেত পরিদর্শন করেছেন।
কোমরে শাড়ির আঁচল গুঁজে ও হাতে কাস্তে নিয়ে ফসল কাটছেন অভিনেত্রী থেকে নেত্রী হয়ে উঠা হেমা মালিনী। সম্প্রতি নিজের লোকসভা কেন্দ্র মথুরায় গিয়ে এভাবেই ক্যামেরায় ধরা দিয়েছেন হেমা।
বৃহস্পতিবার হেমা সেই ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন। ছবিতে দেখা যাচ্ছে, হেমা কাঞ্জিভরম শাড়ি পরে রয়েছেন। হলুদ শাড়িতে সোনালী পাড়। কনট্রাস্টে লাল রঙের ব্লাউজেও সোনালী পাড় বসানো।
পোস্ট-এ হেমা লিখেছেন, ‘আজ আমি খামারে গিয়েছিলাম সেই কৃষকদের সঙ্গে আলাপ করতে-যাদের সঙ্গে আমি এই ১০ বছর ধরে নিয়মিত দেখা করে আসছি। তারা আমাকে তাদের মাঝে থাকতে পছন্দ করত এবং জোর দিয়েছিল যে আমি তাদের সঙ্গে পোজ দেব যা আমি করেছি।’
হেমার অভিনয় জীবনের ৬১ বছর হলেও এখনও ভারত নাট্যমের শো করেন। কখনও মীরার ভূমিকায় তো কখনো রাধা।