‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে’

বিনোদন ডেস্ক
  ০১ মে ২০২৪, ১৩:১৬
আপডেট  : ০১ মে ২০২৪, ১৩:৪৬

আলোচিত অভিনেতা জায়েদ খানের মোবাইল ফোন সুইমিংপুলের পানিতে ছুড়ে ফেলেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
৫ সেকেন্ডের এ ভিডিওতে সাকিবের ক্ষোভের বিষয়টি দেখা গেছে। যদিও এই ঘটনার রেশ ধরে এখনো তাদের কেউই প্রকাশ্যে কথা বলেননি। সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে চলছে নানা গুঞ্জন।


আজ সকালে নিজের ভেরিফাইড পেইজ থেকে আরেকটি স্ট্যাটাস দেন জায়েদ খান। সেখানে তিনি লিখেন, ‘নাম্বার ওয়ান বলেই কি ফোন ফেলে দেবে? শীঘ্রই সব জানাবো তারপর আপনারাই বিচার কইরেন।’ জায়েদ খানের এই স্ট্যাটাস নিয়ে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে। কেউ কেউ সাকিবকে বেয়াদব বলে আখ্যা দিয়েছেন, আবার কেউ কেউ সাকিবের এমন আচরণে তিব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে
উল্লেখ্য, বর্তমানে সাকিবের কাঁধে রয়েছে এক গুরু দায়িত্ব। শুধু মাঠে না, সংসদে ভবনেও যেতে হয় তাকে। কেননা তিনি এখন নির্বাচিত সংসদ সদস্য।
অন্যদিকে জায়েদ খান ব্যস্ত বিভিন্ন শোরুম উদ্বোধন নিয়ে। পাশাপাশি দেশ-বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে দর্শকদের বিনোদিত করেন। ঈদে মুক্তি পেয়েছে তার সিনেমা সোনার চর।