নতুন সিনেমার পরিকল্পনা আর ব্যবসায়িক কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন ঢালিউড কুইন’খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। কিছুদিনের মধ্যে নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’ থেকে নতুন সিনেমার ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন এই চিত্রনায়িকা। তার কথায়, ‘গেল কয়েকদিন ধরে নতুন ছবির কাজ নিয়ে ব্যস্ত আছি। এর মধ্যে ব্যবসার কাজ তো আছেই। সব মিলিয়ে আমি এখন খুব ব্যস্ত। শীঘ্রই নতুন ছবি ঘোষণা দেওয়া হবে। আর এবারের ছবিতে অনেক চমক থাকছে। ঘোষণা আসলেই জানতে পারবেন।’
এদিকে গেল কদিন ধরে আলোচনায় শাকিব খান, অপু বিশ্বাস ও শবনম বুবলীর ব্যক্তিগত জীবন। কথা রটেছে- পরিবারের পছন্দে বিয়ে করছেন শাকিব খান। বেশ তোড়জোড়ও চলছে। এছাড়াও শাকিবের পারিবারিক সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, শাকিব খানকে জড়িয়ে দুই নায়িকার (অপু বিশ্বাস ও শবনম বুবলী) নানা মন্তব্যে বিরক্ত শাকিব ও তার পরিবার। সে কারণেই বিয়ের তোড়জোড়।
বিষয়টি কী অপুর নজরে এসেছে জানতে চাইলে তিনি বলেন, ‘হ্যাঁ দেখেছি। তবে এসব বিষয় নিয়ে আমি কথা বলতে ইচ্ছুক না। এটা ব্যক্তিগত বিষয়। আমি মনে করি, আপনাদের (সাংবাদিক) সবার কাজ নিয়ে আলোচনা করা উচিৎ- এসব নিয়ে না।’
সঙ্গে যোগ করে তিনি আরও বলেন, ‘দেখুন ঘনিষ্ঠ সূত্র, বিশেষ সূত্র- এসব বলে নিউজ করার কোনো মানে হয় না। তার পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন। দেখেন তারা কি বলে।’
শাকিবের বাড়িতে অপুর ঢুকতে মানা! এমন খবর প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের সন্তান জয় এখনো ছোট। ওকে তো আমি কোথাও একা পাঠাব না। সঙ্গে আমি থাকি না হয় পরিবারের লোকজন। এখন ছেলে যদি বাবা ও দাদার বাড়িতে যেতে চায় বা ওর বাবা, দাদা-দাদিরা দেখতে চায়, তাহলে ওকে কে নিয়ে যাবে। ওকে নিয়ে যাওয়া আমার দায়িত্ব। আর ওই বাড়িতে আমার ঢুকতে মানা- এটা কতটুকু সত্য, তা আপনার খোঁজ নেন। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।’
সবশেষ অপু বলেন, ‘আসলে দিন শেষে সবাই একটু শান্তি খোঁজে। মনগড়া কথা নিয়ে সংবাদ প্রকাশ, আজেবাজে কথা- এগুলো কেউই আশা করে না।’