ভাইরাল চেষ্টায় তমা মির্জা

বিনোদন ডেস্ক
  ২৫ মে ২০২৪, ১২:৪৪
মুখোমুখি মিষ্টি জান্নাত-তমা মির্জা

আসলে আমি যে বক্তব্য দিয়েছি সেখানে কোথাও তমা মির্জার নাম নেই। সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে আমার বোধগম্য নয়। আমি তো এখন টক অফ দ্য কান্ট্রি। তাই আমাকে আইনি নোটিশ পাঠিয়ে ভাইরাল হবার চেষ্টা করছে সে। তবে সব করে লাভ নেই, আমি লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাসেক্স- এ আইন বিষয়ে পড়ছি। আইনইটা ভালো জানি। তার এই লিগ্যাল নোটিশের কোনো গ্রাউন্ড নেই। কিন্তু আমার গ্রাউন্ড আছে আমিও তাকে লিগ্যাল নোটিশ পাঠাবো।
এর আগে অভিনেত্রী তমা মির্জা, মিষ্টি জান্নাতকে আইনি নোটিশ পাঠান। নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এবং ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মির্জা: জান্নাত’ শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন আইনজীবী। এজন্য ১০ কোটি টাকার মানহানি হয়েছে দাবি করা হয়েছে।
দেশ রূপান্তরের সঙ্গে আলাপকালে এসব বললেন এই অভিনেত্রী। মিষ্টি জান্নাত মনে করেন তমা অন্য কারো ইন্ধনেও এই আইনি নোটিশ পাঠাতে পারেন। যদি সেটা হয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেবেন এই অভিনেত্রী।
মিষ্টি জান্নাত বলেন, আমি কোথাও তার নাম উল্লেখ করিনি। সে নিজে নিজেই মনে করেছে যে আমি নামহীন যাদের কথা বলেছি সেটা সে। ‘চেটে চেটে নায়িকা হয়েছে তমা মীর্জা: জান্নাত’ লিগ্যাল নোটিশে এটা উল্লেখ করা হয়েছে কিন্তু এখানে আমি তমার কোনো নাম উল্লেখ করিনি। তাহলে নামটা পেল কোথায়? যেঁ ইউটিউবার শিরোনাম দিয়েছে মামলা বা আইনি নোটিশ তো তাকে দেওয়ার কথা। ‘আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না, তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত’ এই লাইনেও তো তমা মির্জার নাম নেই। তাহলে চিন্তা করেন, সে কেন আইনি নোটিশ পাঠিয়েছে।
এদিকে তমার পাঠানো নোটিশে বলা হয়, সাত দিনের মর্ধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। এছাড়া পরবর্তীতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এ বিষয়ে মিষ্টি জান্নাত বলেন, এসব নিয়ে আমি মোটেও মাথা গথামাচ্ছি না। আমার আইনজীবীর মাধ্যমে উল্টো তাকেই আমি আইনি নোটিশ পাঠানোর প্রক্রিয়া শুরু করেছি।