বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড সোলসের ৫০ বছর পূর্তি হচ্ছে। এই উপলক্ষে নিউইয়র্কে দর্শক মাতাবেন সোলসের তারকা শিল্পীরা। এবারই প্রথমবারের মতো সোলসের একক সংগীতানুষ্ঠানের আয়োজন করছে গ্যালাক্সি মিডিয়া। সোলসের কনসার্টটি অনুষ্ঠিত হবে আগামী ২ জুন সন্ধ্যায় মেরি লুইস একাডেমি হলে।
অনুষ্ঠানকে সামনে রেখে আয়োজকেরা সংবাদ সম্মেলনে জানান, বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় ব্যান্ড দল সোলস তাদের ৫০ বছরের বিশাল জার্নিতে আমেরিকার গুরুত্বপূর্ণ শহরগুলোকে বেছে নিয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে নিউইয়র্ক। ১৫টি শোর মধ্যে নিউইয়র্কের জমকালো আয়োজনে দর্শকদের লাইভ অংশগ্রহণ অনেক বেশি প্রাণচঞ্চল এবং গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। গড়বে নতুন এক ইতিহাস।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নিউইয়র্কে বর্ণিল এই আয়োজনের উদ্যোক্তা হচ্ছে দেশি মিউজিক অ্যান্ড এন্টারটেইনমেন্ট এবং গ্যালাক্সি মিডিয়া অ্যান্ড এন্টারটেইনমেন্ট। আমেরিকায় সোলসের এটি হবে সবচেয়ে বর্ণাঢ্য আয়োজন। আমাদের অতীত অভিজ্ঞতা দিয়ে আমরা অগণিত দর্শক এবং সোলসের তারকাদের এক মিলনমেলা উপহার দিতে পারব বলে অত্যন্ত আশাবাদী। আমরা সকল মিডিয়া এবং স্পন্সর সহযোগিদের জন্য গর্ববোধ করি। এবারের এই বিশাল আয়োজনে আমাদের পাশে রয়েছে গোল্ডেন এজ হোম কেয়ার, রিভারটেল, রিয়েল এস্টেট ইনভেস্টর নুরুল আজিম, উৎসব ডট কম, এথনিক ফুড (মাছওয়ালা), খলিল বিরিয়ানি, সেলাক্স, ফেউমা, এলেক্সো লাইফস্টাইল, ফ্লিক্সা ও সেভ দ্য স্মাইল। মিডিয়া প্ল্যাটফর্ম সাপ্তাহিক ঠিকানা, সাপ্তাহিক আজকাল এবং আরটিভি।
আয়োজক বদরুদ্দোজা সাগর বলেন, সোলস তারকারা ২ জুন মেরি লুইস একাডেমি হলে তাদের বেস্ট পারফরম্যান্স উপহার দেবেন দর্শকদের মাঝে। এদিন সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সোলস তারকারা দর্শকদের মাতিয়ে রাখবেন বলে আমরা অত্যন্ত আশাবাদী।